|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মনিরামপুরের হানুয়ার প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যক্তি মালিকানা জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ-DBO-news
প্রকাশের তারিখঃ ৬ মে, ২০২৩
বিদ্যালয়ের জমি ছাড়াও অতিরিক্ত ব্যক্তি মালিকানা আড়াই শতক জমি দখল করে যশোরের মণিরামপুর উপজেলার হানুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।অভিযোগকারি ও জমির প্রকৃত মালিক হানুয়ার গ্রামের মৃত আনোয়ার মোড়লের ছেলে মিজানুর রহমান বলেন- আমি দেশের বাইরে অবস্থান করার সুযোগে, আমার আড়াই শতক জমি দখল করে হানুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ নতুন ভবন তৈরি করেছে। যার খতিয়ান নং- ৭০১, এস.এ দাগ নং-১৮৫৫, আরএস দাগ নং-১৯৪০, হাল খতিয়ান নং- ১৩৩০। আমাকে কোনো প্রকার জানায়নি বিদ্যালয় কর্তৃপক্ষ এবং স্থানীয় যারা এ বিদ্যালয়ের দাতা সদস্যপদে বহাল আছেন, তাদের কোনো জমি এই বিদ্যালয়ে দান করা নেই। তারা জোর পূর্বক ক্ষমতার দাপট দেখিয়ে বিদ্যালয়ের দাতা সদস্যপদ ও বিদ্যালয়ের পরিচালনা কমিটিতে আছেন। স্থানীয় এই অসাধু চক্র আমার জমি দখল করাই দিয়ে, সেই জমির উপর উল্লেখিত বিদ্যালয়ের নতুন ভবন করাতে সহযোগীতা করেছে। আমি এই জমি উদ্ধার পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাথমিক শিক্ষা অফিস, মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও হানুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর লিখিত আবেদন করেছি এবং সার্ভেয়ার দ্বারা মাপার পর সীমানা নির্ধারণ করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রকার সমাধান হয়নি। আমি, আমার জমি উদ্ধারের জোর দাবি করছি। এব্যাপারে সার্ভেয়ার মোঃ সাবুল হোসেন বলেন- আমি ওই জমি মাপার পর, ওই জমির সীমানা নকশা আকারে নির্ধারণ করে দিয়েছি এবং জমি মাপার ব্যাপারে কোনো ভুলত্রুটি নেই।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.