পটুয়াখালী শহরেন পুরাতন বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় অর্ধ শত কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।অপরদিকে অগ্নিকান্ডে তিনটি পাকা তৃতীয় তলা ভবন এবং আধা পাকা অন্তত ৫০-৬০টি ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ী আংশিক ও সম্পূর্ন পুড়ে গেছে। এতে প্রায় অর্ধ শত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন সংশ্লিষ্টরা।
বুধবার শেষ সন্ধ্যায় পৌর শহরের পুরান বাজারে হারুন মুন্সির তেলের দোকান থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত হয় বলে দাবি করে ক্ষতিগ্রস্তরা।
এদিকে আগুন নিয়ন্ত্রনে গিয়ে এক রাশেদ খান(৩৫) ও শাহাদাৎ হোসেন(৫০) নামে দুই ফায়ারকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও দায়িত্ব পালন করতে গিয়ে সদর পুলিশ ফাড়ীর টিএসআই গোলাম মোস্তফা(৫২) গুরুতর আহত হয়েছেন বলে জানান পুলিশ। এছাড়াও প্রাথমিকভাবে আগুনে পুড়ে আহত হয়েছেন মো. জিহাদ(৯), মো. মাশরাফি(২০) মো.আব্দুল্লাহ(১৬)। আহতরা বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সংশ্লিষ্টরা বলেন-বুধবার শেষ সন্ধ্যায় প্রথমে হারুন মুন্সির দোকানে অগ্নিকান্ড ঘটে। এসময় বাতাসের প্রচন্ড বেগ এবং তেল এবং গ্যাসের দোকান থাকায় মুহুর্তের তা ছরিয়ে পার্শ্ববর্তী একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে ছরিয়ে নিয়ন্ত্রনহীন হয়ে পরে। আতংক ছড়িয়ে পরে গোটা এলাকায়।
খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করেন। এসময় আগুন নিয়ন্ত্রনহীন দেখে আমতলি ফায়ার সার্ভিস টিমকে খবর দেয়া হলে আমতলি ফায়ারকর্মী ঘটনাস্থলে পৌছে আগুন নেভাতে অংশ নেন। প্রায় আড়াই ঘটনা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনেন তারা।
এদিকে বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরন হয়ে দায়িত্বরত দুই ফায়ারকর্মী রাশেদ ও শাহাদাৎ এবং পটুয়াখালী সদর পুলিশ ফাড়ীর টিএসআই গোলাম মোস্তফাসহ ৫ জন গুরুত আহত হয়। আহতদের তাৎক্ষনিক পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষয়-ক্ষতির বিবরন জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী সুজয় সাহা ও রেজবী দৈনিক সংবাদ বরিশালকে বলেন-এ ঘটনায় অন্তত ৫০ থেকে ৬০টি ব্যবসা প্রতিষ্ঠান বসত বাড়ী পুড়েছে। এতে প্রায় অর্ধ শত কোটি টাকার ক্ষতি হয়েছে। পটুয়াখালী ফায়ার সার্ভিস পটুয়াখালীর ওয়্যারলেস অপারেটর মো. ফারুক হোসেন দৈনিক সকালের সময়কে বলেন-বুধবার সন্ধ্যা ৬ টা ১০ মিনিটে তারা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। তাদের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করছিল। এছাড়াও অতিরিক্ত আরো ৫ টি ইউনিট ঘটনাস্থলের কাছাকাছি রাখা হয়েছে। এছাড়াও আশংকা এড়াতে জেলা পার্শ্ববর্তী আমতলি থেকে ফায়ার সার্ভিস টিম আনা হয়েছে। এসময় আগুন নেভাতে গিয়ে আমতলি ফায়ার র্সাভিস স্টেশনে কমরত শাহাদাৎ এবং পটুয়াখালী ষ্টেশনের রাশেদ খান আহত হয়েছে। বতমানে আগুন নিয়ন্ত্রনে রয়েছে। এখোন ক্ষয়-ক্ষতি নিরুপন ও উদ্ধার কাজ চলছে।
পটুয়াখালী জেলা পুলিশ সুপার সাইদুর ইসলাম দৈনিক সংবাদ বরিশালকে বলেন- আগুন লাগার খবর পেয়েই আমরা ছুটে এসেছি এবং আমার টিম ফায়ার সার্ভিসের সাথে থেকে কাজ করেছে। এছাড়া সারারাত পুলিশের টিম পাহাড়ায় থাকবে যাতে কোন মালামাল চুরি না হয়।