|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় ১২ কেজি গাঁজা ও ৪ বোতল বিদেশী মদসহ একজন মাদক ব্যবসায়ী আটক
প্রকাশের তারিখঃ ১ মে, ২০২৩
মোঃ ছলিম উল্যাহ ভূঁইয়া ছাগলনাইয়া প্রতিনিধি ঃ ফেনী জেলা পুলিশ সুপার জাকির হাসানের বিশেষ দিকনির্দেশনায়, সহকারী পুলিশ সুপার, ছাগলনাইয়া সার্কেল মোঃ মাহমুদুল হাসান মামুন এবং ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ সুদ্বীপ রায়ের সার্বিক তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী রফিক আহমেদের সার্বিক সহযোগিতায় এসআই মহিম উদ্দিন, এএসআই সুলতান মাহবুব, এসআই নিজাম উদ্দিন, এএসআই আতাউর রহমান খান সহ বিশেষ অভিযান পরিচালনা করে অদ্য পহেলা মে রোজ সোমবার ১২ কেজি গাঁজা ও ৪ বোতল বিদেশি মদ সহ মোঃ আলাউদ্দিন নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন ছাগলনাইয়া থানা পুলিশ।
আসামি আলাউদ্দিনের বর্তমান ঠিকানা ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার মধ্যম মটুয়া গ্রামের সরকারি আশ্রয়ন প্রকল্প /আবুল কালাম দারোয়ানের বাড়ির মৃত সালামত উল্লাহ ও মৃত ছালেকা বেগমের ছেলে। আসামীর স্থায়ী ঠিকানা ভোলা জেলার দৌলতখান উপজেলার সৈয়দপুর গ্রামের মোখলেছ চৌকিদার বাড়ি। গ্রেফতারের পর আসামিকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.