|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সারাদেশের ন্যায় কচুয়ার সাচারসহ বিভিন্ন কেন্দ্রে আজ এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে-DBO-news
প্রকাশের তারিখঃ ৩০ এপ্রিল, ২০২৩
শট সংক্ষিপ্ত সিলেবাসে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে রাজধানীসহ সারা দেশে এক যোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। রোববার (৩০ এপ্রিল) সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের ৩ হাজার ৮১০টি কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়েছে।
এ বছর সব শিক্ষা বোর্ডে অধীনে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে ছাত্র সংখ্যা ১০ লাখ ২১ হাজার ১৯৭ এবং ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন ছাত্রী। এ বছর মোট শিক্ষাপ্রতিষ্ঠান ২৯ হাজার ৭৯৮টি। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে কেন্দ্র ২ হাজার ২৪৪টি, শিক্ষাপ্রতিষ্ঠান ১৭ হাজার ৭৮৬টি।
মাদ্রাসা শিক্ষা বোর্ডে মোট কেন্দ্র ৭১৬টি এবং শিক্ষাপ্রতিষ্ঠান ৯ হাজার ৮৫টি। কারিগরি শিক্ষাবোর্ডে মোট কেন্দ্র ৮৫০টি এবং মোট শিক্ষাপ্রতিষ্ঠান ২ হাজার ৯২৭টি। এবার মোট শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে ২০৭ টি এবং কেন্দ্র বেড়েছে ২০টি।
চাঁদপুরে ৭৪ কেন্দ্রে সাড়ে ৩৬ হাজার পরীক্ষার্থী, আজ কচুয়া উপজেলা কচুয়ায় এসএসসি ও দাখিলে ৫ হাজার ৫শ ৩৭ জন পরীক্ষার্থী কচুয়া উপজেলায় ১১টি পরীক্ষা কেন্দ্রে পৃথকভাবে এসএসসি, দাখিল, ভোকেশনাল ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। ১১ টি পরীক্ষা কেন্দ্রে মোট ৫হাজার ৫শ ৩৭জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
পরীক্ষা কেন্দ্র গুলো হচ্ছে কচুয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ৬শ ৯২জন, সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ৭শ ৭৪জন ও ভোকেশনাল কেন্দ্রে ১শ ৭৫ জন, রহিমানাগর বিএবি উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ৭শ ৯জন, পালাখাল উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ৫শ ১৮ জন, আশেক আলী খান স্কুল এন্ড কলেজ মোট পরীক্ষার্থী ৬শ ৫১ জন, আশ্রাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ৪শ ৩০ জন, মাঝিাগাছা এম. এম উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ২শ ৮৩ জন।
মাদরাসা পর্যায়ে নিশ্চিন্তপুর ডি. এস কামিল মাদরাসা মোট পরীক্ষার্থী ৬শ ২৪জন, বিতারা আলিম মাদরাসা মোট পরীক্ষার্থী ৩শ ৯০ জন, মনোহরপুর ফাজিল মাদরাসা মোট পরীক্ষার্থী ৪শ ৯১ জন। এদিকে এবারের চলতি এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষা অবাধ-সুষ্ঠ ও নকলমুক্ত পরিবেশে গ্রহনের কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মো: নাজমুল হাসান সকল শিক্ষক গার্ডিয়ানদের সহযোগিতা,চেয়েছেন।
কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় স্কুলে সকাল থেকে শিক্ষাথীর অংশ গ্রহন নিচ্ছে,পরীক্ষার্থী সাথে গার্ডিয়ানদের ভিড় দেখা যাচ্ছে। পরীক্ষা শুরু হওয়ার পর কচুয়া উপজেলা সকল কেন্দ্র পরিদর্শন ও কার্যক্রম শুরু করেন , কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মো: নাজমুল হাসান,
উপজেলা ভূমি অফিসার, ইবনে আল জাহিদ, উপজেলা শিক্ষা অফিসার সহ, অন্যান্য অফিসারসহ পরিদর্শন করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.