|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নওগাঁর মান্দা প্রসাদপুর বাজারের খেয়াঘাটের মাপযোগ করে কেটে যায় ২ যুগ দেখার কেউ নেই
প্রকাশের তারিখঃ ৩০ এপ্রিল, ২০২৩
উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ
নওগাঁর মান্দা প্রসাদুর বাজার এলাকায় খেয়াঘাটে ব্রীজ নির্মানের কথাদিয়ে কেউ কথা রাখেনি....???
প্রতিশ্রুতি ও মাপযোগ করেই কেটে গেল প্রায় দেড় থেকে দুই যুগ। ফলাফল শুন্য বা কচু হয়েছে বলে
এলাকাবাসী জানান, নির্বাচণ আসলেই বড় নেতাদের মুখরোচক না উন্নয়নের প্রতিশ্রুতি বেকার দের চাকরীসহ বিভিন্ন কলকারখানা ও ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতিও দিয়েছিল উপস্থিত নেতারা।
তারপর আর খবর থাকেনা কারো কারণ নেতাদের তেমন দরকার নেই পারাপারের। বোঝুক হাজার হাজার এলাকাবাসী এবং স্কুল ও কলেজে পড়ুয়া ছাত্র ছাত্রীরা ও ভোটাররা। মাপযোগের পর বারবার অদৃশ্য আলিবাবর কারণে থেমে যায় কাজ।---
স্থানীয়দের প্রশ্ন: এবার কি বলবেন জনগণের কাছে? আদো কি ব্রিজটির নির্মাণ কাজ শুরু হবে কি জন সাধারণ মানুষ প্রশ্ন???
আসলে ভালবাসা কম থাকলে যা হয়। দূরে থাকলে ভালবাসা কমে যায়। কাছে থাকলে বাড়ে এটাই বাস্তব। ইমাজউদ্দিন প্রামানিক এমপি মহাদোয় এলাকায় থাকলে ভালবাসা বেশি থাকতো এমনটা বলছে এলাকাবাসী । এলাকায় চলাচল করলে মানুষের সমস্যা বুঝতেন তিনি। বারবার বিভিন্ন এলাকায় যাওয়া আসা থাকলে ভাঙ্গা রাস্তাগুলো মেরামত হত। তিনি আমাদের ভূলে গেছেন। পাশের বিভিন্ন উপজেলার ব্যাপক উন্নয়নের ফলে পুরাতন বেলী ব্রিজগুলো খুলে রেখেছে। সেগুলো পড়ে নষ্ট হচ্ছে। নতুন ব্রিজ নির্মাণ করা সম্ভব না হলে, কতৃপক্ষের সঙ্গে কথা বলে পুরাতন ব্রিজগুলো এনে প্রসাদপুর ঘাটে স্থাপন করতে পারেন।---কিন্তু
সুশীল সমাজের ব্যক্তিরা বলছে, উপজেলার সঙ্গে নদীর অপারের মানুষের গভীর সম্পর্ক তাদেরকে দূরে রেখে উন্নয়ন সম্ভাব না। তারা বাজার কেন্দ্রিক ব্যাবসা বানিজ্যে করে জীবিকা নির্বাহ করেন থাকে। একাবাসী এখন শুধু দেখার অপেক্ষায় কবে হবে প্রতিশ্রুতির বাস্তবায়ন। নাকি আরো কয়েক যুগ কেটে যাবে এভাবে। দেখার কেউ নেই নেই কোন বাস্তবায়ন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.