|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বাউফলে এমপির বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ার প্রতিবাদে সাংবাদিক সম্মেল
প্রকাশের তারিখঃ ২৯ এপ্রিল, ২০২৩
কহিনুর বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি।।
পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় বাউফলের সরকার দলীয় এমপি, সাবেক চীফ হুইপ ও জাতীয় সংসদের সরকারী প্রতিষ্ঠান কমিটির সভাপতি আসম ফিরোজের বিরুদ্ধে অসত্য ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদানের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।২৯.০৪.২৩ইং তারিখ রোজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আওয়ামী লীগ কার্যালয় জনতা ভবনে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের দফতর বিষয়ক সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসারফ হোসেন খান।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, গত ২৬ এপ্রিল স্থানীয় পাবলিক মাঠে আয়োজিত প্রতিবাদ সভায় বাউফল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হক জুয়েল স্থানীয় এমপি আসম ফিরোজের বিরুদ্ধে মিথ্যা ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে তার ভাবমূর্তি বিনষ্ট করার চেষ্টা চালিয়েছেন। মেয়র তার বক্তব্যে জনতা ভবনে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় লেখা সাইিনবোর্ড নেই যে তথ্য দিয়েছেন তা সত্য নয়। ১৯৭৯ সাল থেকে জনতা ভবন আওয়ামী লীগের কার্যালয় হিসাবে ব্যবহার করা হয়ে আসছে। এ ছাড়া সাংবাদিক সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারকে বিপথগামী ব্যক্তি ও ভূমী দস্যু হিসাবে উল্লেখ করা হয়েছে। এমপি আসম ফিরোজের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য প্রত্যাহারের আহবান জানানো হয়েছে। অনথ্যায় তাদেরকে রাজপথে মোকাবেলার হুশিয়ারি দেয়া. সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাডভোকেট মাহফুজুর রহমান, কেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ সালেহ উদ্দিন পিকু, সূর্যমনি ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু, আওয়ামী লীগে যুগ্ম সাধারণ সম্পাদক গোলম কিবরিয়া পান্নু, উপজেলা যুবলীগের সভাপতি শাহজাহান সিরাজ প্রমূখ, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল ও সাবেক ছাত্রলীগ নেতা সামসুল কবির নিশাত প্রমূখ।
কহিনুর বেগম
বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি।।
২৯.০৪.২৩
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.