|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নৌকার বিপরীতের শক্তি,শক্তি নয় সেটা হলো অপশক্তি -পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম
প্রকাশের তারিখঃ ২৯ এপ্রিল, ২০২৩
সমির ভট্টাচার্য্য ঃ
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিই হলো আওয়ামীলীগ। স্বাধীনতার প্রতীক হলো নৌকা । নৌকার বিপরীতের শক্তি তো শক্তি নয়,সেটা হলো অপশক্তি। তাই আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে আওয়ামী লীগের নেতা কর্মীদের সাধারণ মানুষের জন্য কাজ করার আহবান জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও পরিকল্পনা মোতাবেক ২০২১ সালে বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে পৌঁছায়। এখন ভিশন ২০৪১ বাস্তবায়িত হলে আমাদের এ দেশ উন্নত দেশের কাতারে সামিল হবে। তাই সরকারের স্মার্ট বাংলাদেশ গড়তে আগামীতেও শেখ হাসিনা সরকারের বিকল্প নেই।
তিনি বলেন, শেখ হাসিনা সরকারের দীর্ঘ মেয়াদি পরিকল্পনায় দেশের উন্নয়ন ও অগ্রগতি সাধিত হয়েছে। সময়ের ব্যবধানে সরকারের মেগা প্রকল্পগুলো বাস্তবায়নে দেশের অবকাঠামোসহ রাস্তা-ঘাট,ব্রীজ - কালভার্টের সামগ্রিক দৃশ্যপট বদলে যাচ্ছে।
আজ ২৯ এপ্রিল শনিবার দুপুরে চাঁদপুরের মতলব দক্ষিণের উপাদি দক্ষিণ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে ও উপাদী উত্তর ইউনিয়নের ডিংগাভাংগা উচ্চ বিদ্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ১ হাজার গরীব ও দুঃস্থ অসহায় পরিবারের মাঝে শাড়ী লুঙ্গি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদউল্লাহ প্রধানের সভাপতিত্বে ও ইউপি সদস্য মাঈনউদ্দিন মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বি এইচ এম কবির আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস,অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফারুক বিন জামান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস প্রমুখ।
ক্যাপশনঃ মতলব দক্ষিণে শাড়ি লুঙ্গি বিতরণ করছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। ছবিঃ সমির ভট্টাচার্য্য ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.