|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কুলিয়ারচরে স্ত্রীকে পিটিয়ে হত্যা স্বামী গ্রেফতার –
প্রকাশের তারিখঃ ২৯ এপ্রিল, ২০২৩
কিশোরগঞ্জের কুলিয়ারচরে নিজের চার বছরের সন্তানকে মারধর করায় তার স্বামী ক্ষুব্ধ হয়ে স্ত্রী স্বপ্না আক্তার (২৫) কে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
এই ঘটনায় স্বামী কাউসার মিয়াকে গ্রেফতার করেছে কুলিয়ারচর থানা পুলিশ।
জানা যায়, নিহত স্বপ্না আক্তার (২৫) গত সাত বছর পূর্বে উপজেলার সালুয়া ইউনিয়নের চরকামালপুর গ্রামের মৃত জিল্লু মিয়ার ছেলে কাউসার মিয়া (৩০) এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিবাহের পর থেকে তাদের সংসার জীবন ভালোই চলছিলো। এর মধ্যে গত ২৬ এপ্রিল তাদের একমাত্র সন্তান আরাবী (৪) তার আপন ছোট চাচা ইউছুফ মিয়ার ঘরে ঢুকে তাদের ব্যবহারের টুথপেস্ট নষ্ট করে ফেলে। এ নিয়ে ইউছুফ মিয়ার স্ত্রী রুপা বেগম আরাবী এর মা স্বপ্না আক্তারকে গালিগালাজ করে। এতে স্বপ্না আক্তার রাগে ছেলে আরাবীকে মারধর করে।
এসময় স্বামী কাউসার মিয়া ছেলেকে মারতে দেখে স্ত্রীকে শাসন করে। একপর্যায়ে স্ত্রীকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারে কাউসার এতেই স্বপ্না আক্তার মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্বপ্না আক্তারকে স্বামী কাউসার মিয়া নিজেই স্থানীয় কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে নিকটস্থ ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করে। পরে সেখানকার চিকিৎসক আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সর্বশেষ ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ২৮ এপ্রিল সকালে স্বপ্না আক্তারের মৃত্যু হয়।
নিহতের পরিবার ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের বরাত দিয়ে জানান, পেটে আঘাতের ফলে স্বপ্না আক্তারের পেটে প্রচুর রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়েছে।
এই ঘটনায় গত ২৮ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় নিহত স্বপ্না আক্তারের বাবা মরম আলী বাদী হয়ে কুলিয়ারচর থানায় কাউসার মিয়াকে প্রধান আসামী করে তিনজনের নামে একটি হত্যা মামলা (নং- ০৯) দায়ের করেন। মামলার অন্য আসামীরা হলো, কাউসার মিয়ার ছোট ভাই ইউছুফ মিয়া (২৪) ও ইউছুফ মিয়ার স্ত্রী রুপা বেগম (২০)।
পরে কাউসার মিয়াকে গ্রেফতার করে শনিবার (২৯ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে কুলিয়ারচর থানা পুলিশ।
ঘটনা প্রসঙ্গে স্বামী কাউসার মিয়া বলেন, গত তিন মাস আগে স্বপ্না আক্তারের এব্রোশন করা হয়েছিলো। সেদিন ছেলেকে মারধরের পর অনাকাঙ্ক্ষিত ভাবেই এই ঘটনাটি ঘটে।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা সাংবাদিকদের বলেন, অভিযোগের পর রাতেই ময়মনসিংহের কোতোয়ালী থানার চরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে প্রধান আসামী কাউসার মিয়াকে গ্রেফতার করে পুলিশ প্রহরায় শনিবার (২৯ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.