|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নওগার বেলঘুড়িয়া সন্ন্যাস তলী মোড় এলাকায় বাস পিকআপ সংঘর্ষের ২ জন নিহত ১৫ জন আহত-DBO-news
প্রকাশের তারিখঃ ২৮ এপ্রিল, ২০২৩
নওগাঁর মহাদেবপুরে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা তিনটার দিকে উপজেলার পীঁড়ার মোড় এলাকায় নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন পিকআপ ভ্যানের চালক হারুন মণ্ডল (২৬)। নিহত হারুন মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের জয়পুর গ্রামের সমসের মণ্ডলের ছেলে। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন বলেন, আজ বেলা তিনটার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চৌমাশিয়া মোড় এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক হারুন মারা যান। আহত ব্যক্তিদের উদ্ধার করে নওগাঁ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে অজ্ঞাতনামা একজনের মৃত্যু হয়। তাঁর পরিচয় এখনো পাওয়া যায়নি।
নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাকিবুল হাসান বলেন, দুর্ঘটনায় আহত ১৬ জনকে আজ বিকেলে হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদেরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.