|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নওগাঁ মৎস্য হ্যাসারীসহ ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা-DBO- News
প্রকাশের তারিখঃ ২৮ এপ্রিল, ২০২৩
নওগাঁয় নানা অভিযোগে ৩ মৎস্য হ্যাচারীসহ ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় নওগাঁর রাণীনগর উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলার পারইল ইউনিয়ন এর বগারবাড়ি এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন।
তিনি জানান, উপজেলার বগারবাড়ি এলাকায় ভাই ভাই মৎস্য হ্যাচারীর মালিক সাজেদুর রহমান সাজু, শহিদুল মৎস্য হ্যাচারীর মালিক শহিদুল ও টি মৎস্য হ্যাচারীর মালিক আকরাম ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন না করে ব্যবসা করে আসছিলেন। এ অপরাধে ওই ৩ মৎস্য হ্যাচারীর মালিককে ৩০ হাজার টাকা করে ৯০ হাজার টাকা এবং বগারবাড়ি বাজারে দুটি মৎস্য খাদ্য দোকানের লাইসেন্স না থাকায় দুই দোকান মালিককে ১৩ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, রাণীনগর থানার এসআই ফরিদ, উপজেলা সহকারি প্রশাসনিক কর্মকর্তা রায়হান খান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.