|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
যতদিন বেঁচে আছি দিওড় ইউনিয়নবাসীর সেবা করে যাবো চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল-DBO-news
প্রকাশের তারিখঃ ২৭ এপ্রিল, ২০২৩
দিনাজপুরের বিরামপুরে দিওড় ইউনিয়নের উদ্যোগে ও (এলজিএসপি) উন্নয়ন সহায়তায়
উপজেলার বিরামপুর-বেপারীটোলা সড়ক থেকে আব্দুল গণির বাড়ি পর্যন্ত রাস্তার সিসি ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ (২৭ এপ্রিল) বৃহস্পতিবার দুপুর ১২টায় দিওড় ইউনিয়নের হল্লাখুর গ্রামে রাস্তার সিসি ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল।
এই রাস্তাটির নির্মাণ কাজটি শেষ হলে বর্ষার সময় একটু বৃষ্টি-কাদায় এ এলাকার সকল মানুষের দীর্ঘদিনের যাতায়াত ব্যবস্থার যে সমস্যা ছিলো তা সমাধান হবে বলে জানান গ্রামবাসী।
এসময় ইউপি সদস্য মুক্তার হোসেন, আজগর আলী, আজগর আলী (২), রবিউল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য ফেন্সিয়ারা বেগম, আরিফুন্নাহ বেগম, এলাকার সুধীজন,গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রামবাসীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
জানতে চাইলে, চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার কল্যাণে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে গ্রাম হবে শহর এবং উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে দেশ, এগিয়ে যাবো আমরা। তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার দিওড় ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিরামপুর-বেপারীটোলা সড়ক থেকে আব্দুল গণির বাড়ি পর্যন্ত ৪.৫৩,১০০ টাকা ব্যয়ে ১২৮ মিটার সিসি রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে। তিনি আরও বলেন, হল্লাখুর গ্রামবাসীরা এই রাস্তা পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং মাননীয় জাতীয় সংসদ সদস্য দিনাজপুর-৬ শিবলী সাদিক (এমপি) মহোদয়কে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.