|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ফরিদগঞ্জে জাতীয় পার্টির ঈদ পূর্ণমিলন ও আলোচনা সভা অনুষ্ঠিত-DBO-news
প্রকাশের তারিখঃ ২৭ এপ্রিল, ২০২৩
ফরিদগঞ্জে জাতীয় পার্টির ঈদ পূর্ণমিলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) রাত ৮ ঘটিকায় উপজেলা জাতীয় পার্টির অফিস কক্ষে উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল আউয়াল মিয়াজীর সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ শেখ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যানের বৈদেশিক বাণিজ্য বিষয়ক উপদেষ্টা শেখ সাজ্জাদ রশিদ সুমন। আরো বক্তব্য রাখেন সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবলু শেখ,এই সময় উপস্থিত ছিলেন নাছির শেখ,ফরহাদ শেখ,সোহেল গাজী,রাসেদ গাজী,মো: আসিফ,ওয়াসিম পাটোয়ারী। প্রধান অতিথির বক্তব্য শেখ সাজ্জাদ রশিদ সুমন বলেন
বাংলাদেশের উন্নয়ন ও অর্জন ধরে রাখতে সবার সম্মিলিত প্রচেষ্টায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে ফরিদগঞ্জ বাসির জন্য কাজ করতে চাই। আবারও জাতীয় পার্টির অতীত ঐতিহ্য ও স্বর্ণযুগ ফিরিয়ে আনতে হবে বলে মনে করেন। জাতীয় পার্টির চেয়ারম্যানের বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা শেখ সাজ্জাদ রশিদ সুমন।
নিজ নির্বাচনী এলাকা চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) প্রসঙ্গে শেখ সাজ্জাদ রশিদ বলেন,
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টির বিজয় নিশ্চিন্তে এখন থেকে মাঠে কাজ করা আহ্বান জানান এছাড়া প্রতিটি ইউনিয়নে জাতীয় পার্টি, যুব সংহতিসহ সকল কমিটিকে শক্তিশালী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা প্রদান করেন।
আমি প্রতিহিংসার রাজনীতি নয়, দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে ফরিদগঞ্জের প্রত্যেক মানুষের সেবায় বিশ্বাসী। আমি সম্মান রেখে বলতে চাই, যারা অতীতে দায়িত্বশীল পদে ছিলেন এবং আছেন, সবাই তাদের মতো করে কাজের চেষ্টা করেছেন। এখনো বহু কাজ বাকি। আমি অসম্পন্ন কাজ শেষ করতে সবাইকে নিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই। দলমত নির্বিশেষে, স্বল্পমেয়াদি এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে একটি আধুনিক, উন্নত, ডিজিটাল ও স্মার্ট ফরিদগঞ্জকে রূপান্তরের লক্ষ্যে সবাইকে নিয়ে কাজ করতে চাই। শুধু কথায় নয়, সঠিক পরিকল্পনা এবং কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই, আমরাও পারব ইনশাআল্লাহ।’আবারও জাতীয় পার্টির (জাপা) অতীত ঐতিহ্য ও স্বর্ণযুগ ফিরিয়ে আনতে হবে বলে মনে করেন তিনি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.