|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় কুড়িগ্রামে ৫ পরিবহনকে পরিবেশ অধিদপ্তরের জরিমানা
প্রকাশের তারিখঃ ২৬ এপ্রিল, ২০২৩
মহাসড়কে যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহার করে মানবদেহ ও পরিবেশের ক্ষতি করায় কুড়িগ্রামে ভ্রাম্যমাণ আদালতের এক অভিযান চালিয়ে পাঁচটি পরিবহনকে জরিমানা আরোপ ও আদায় করেছে জেলা পরিবেশ অধিদপ্তর।
বুধবার (২৬ এপ্রিল) পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে জেলার কাঁঠালবাড়ি সংলগ্ন রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের বিরুদ্ধে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এসময়ে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুযায়ী ৩ টি বাস ও ২ টি ট্রাকের ড্রাইভারকে পৃথকভাবে মোট ২ হাজার ১শত টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং ১০ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।
ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব প্রদান করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেদওয়ান ইসলাম।
এ সময় কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, শব্দ দূষণ নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের সহযোগিতায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.