|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
র্যাবের অভিযানে অন্তর জেলার সংঘবদ্ধ চোর চক্রের ২ জন সদস্য গ্রেফতার-DBO-news
প্রকাশের তারিখঃ ২৬ এপ্রিল, ২০২৩
র্যাবের অভিযানে আন্তঃজেলা সংঘবদ্ধ চোর চক্রের ২ জন সদস্য গ্রেফতার; ইজিবাইক উদ্ধার।
সত্যতা নিশ্চিত করে প্রতিবেদক কে র্যাব জানান,
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে সোমবার সারে ১০ টারদিকে জয়পুরহাট জেলার সদর থানাধীন পাচুরচক এলাকায় অভিযান পরিচালনা করে চুরি হওয়া একটি ইজিবাইক উদ্ধার সহ চুরির সাথে জড়ীত চোর চক্রের সক্রিয় সদস্য সহ ২ জন কে হাতেনাতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন, জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার বড়তার (কুটিরপাড়া) গ্রামের আফতাব আলী আকন্দ এর ছেলে
আশরাফ আলী আকন্দ (৫৫) এবং জয়পুরহাট জেলা সদর উপজেলার পাচুরচক ফকিরপাড়া গ্রামের কাজী জহরুল ইসলাম এর ছেলে জয় ইসলাম রাজ (২০)।
র্যাব আরো জানায়, গ্রেফতারকৃত আশরাফ আলী আকন্দ (৫৫) ইজিবাইক চোর চক্রের একজন সক্রিয় সদস্য ও জয় ইসলাম রাজ (২০) সহযোগী হিসেবে কাজ করেন। তারা দীর্ঘ দিন ধরে এই চোর চক্রের সাথে জড়িত। অভিযুক্ত আসামীদ্বয় দীর্ঘদিন যাবত জয়পুরহাট সদর ও আশ পাশের এলাকায় চোরাই ইজিবাইক বিক্রি করে আসছিল। চোরাই ইজিবাইক চক্রের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান র্যাব। এব্যাপারে নিকটস্থ্য থানায় মামলা দায়ের করা হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.