|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
জাতীয় সংসদের ২৮৫ চট্টগ্রাম-৮ নির্বাচনী এলাকায় শূন্য আসনের উপ নির্বাচন উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত-DBO-news
প্রকাশের তারিখঃ ২৬ এপ্রিল, ২০২৩
আগামী ২৭ এপ্রিল , ২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদের ২৮৫ চট্টগ্রাম-৮ নির্বাচনি এলাকায় শূন্য আসনের উপনির্বাচন। উক্ত উপ-নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে গৃহীত পদক্ষেপ ও কার্যক্রমের বিষয়ে অদ্য ২৬/০৪/২০২৩ তারিখ রোজ বুধবার নগরীর কাজির দেউড়ী এম এ আজিজ স্টেডিয়ামে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
উক্ত ব্রিফিং প্যারেড অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার)। তিনি উপ-নির্বাচনে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য উপস্থিত অফিসার-ফোর্সদেরকে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। তিনি উপ-নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আব্দুল ওয়ারীশসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.