|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
হাউসফুল যাচ্ছে ‘লোকাল’, পরাণের মতো হিটের আশঙ্কা
প্রকাশের তারিখঃ ২৫ এপ্রিল, ২০২৩
ঈদের দিন থেকেই সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্সে বেশ দাপট দেখাচ্ছে সাইফ চন্দন পরিচালিত আদর আজাদ ও শবনম বুবলী অভিনীত ‘লোকাল’ সিনেমাটি। ক্রমেই আসছে হাউজফুলের খবর। আবার অনেকেই টিকিট না পেয়ে চলে যাচ্ছেন বলে খবর রয়েছে। বিশেষ করে স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি ভালো দর্শক পাচ্ছে বলে জানালেন সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহউদ্দিন আহমেদ।
প্রতিক্রিয়ায় তিনি বলেন, লিডার আর কিল হিম তো বড় বাজেটের সিনেমা। এই দুটি সিনেমার কথা আলাদা। এর বাইরে ‘লোকাল’র দর্শক আগ্রহে আমরা মুগ্ধ। সিনেমাটি হল কম পেয়েছে, প্রচারণার সময়ও কম পেয়েছে। প্রপার প্রচারণা করতে পারলে সিনেমাটি পরাণ’র মতো হিট হওয়ার সুযোগ ছিল। তারপরও বলা যায় না যে আগ্রহ দেখছি আগামী সপ্তাহ থেকে লোকাল পরাণের মতো লেগে যেতে পারে।
মেসবাহ জানান, ঈদের দিন অল মোস্ট হাউজফুল গেলেও দ্বিতীয় এবং তৃতীয় দিন পুরোপুরি হাউজফুল গেল সিনেমাটি। নিদিষ্ট সময়ের আগেই লোকালের টিকিট শেষ হয়ে যায়। আমরা আশা করি আগামী সপ্তাহে আরও ভালো যাবে।
ঈদুল ফিতর উপলক্ষে দেশজুড়ে ১১ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘লোকাল’। শুধু ঢাকাতেই নয়, ঢাকার বাহিরেও সিনেমাটি হাউজফুল যাচ্ছে। সোমবার রংপুরের আকাশ টকিজ সিনেমা হলে ‘লোকাল’ হাউজফুল যায়। এসময় টিকিটের জন্য দর্শকের জন্য দীর্ঘ লাইন দেখা যায়। অন্যসব প্রেক্ষাগৃহগুলোতেও একই চিত্র।
ক্লিওপেট্রা ফিল্মস প্রয়োজিত সিনেমাটির গল্প ও চিত্রনাট্যে করেছেন ফেরারী ফরহাদ। ‘লোকাল’ সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, সাঞ্জু জন, এলিনা শাম্মী, আনোয়ার, স্বাধীন, শিবা শানু, ডন, বড়দা মিঠু, আহমেদ শরীফ প্রমুখ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.