|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পটুয়াখালী কুয়াকাটা ঈদের তৃতীয় দিনেও পর্যটকদের উপচে পড়া ভিড়-DBO-news
প্রকাশের তারিখঃ ২৪ এপ্রিল, ২০২৩
পটুয়াখালী জেলার কুয়াকাটায় সূর্যোদয়-সূর্যাস্তের লীলাভূমি ঈদের ছুটিতে তৃতীয় দিনে পর্যটকদের উপচে পড়া ভীড়ে কানায় কানায় পরিপূর্ন সমুদ্র সৈকত। দীর্ঘ এক মাস পর প্রান ফিরে পেয়েছে সমুদ্র সৈকত সাগরকন্যা কুয়াকাটা। ৫দিনের লম্বা ঈদের ছুটিকে ঘিরে কুয়াকাটা সৈকতে ঢল নেমেছে পর্যটকদের। সমুদ্রের ঢেউয়ের তালে নেচে গেয়ে উল্লাসে মেতে ওঠে নানা বয়সের আগত হাজার হাজার পর্যটক। আবাসিক হোটেল-মোটেল রিসোর্ট গুলো বুকিং রয়েছে। ঝিনুক মার্কেট সহ পর্যটন নির্ভর ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে বেচাকেনার ধুম পরে গেছে। হাসি ফুটে উঠেছে ব্যবসায়িদের মুখে। রমজানের পর পর্যটকদের ভীড়কে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী।
২৪.০৪.২৩ইং তারিখ রোজ সোমবার দেখা যায়, ঈদের আনন্দ উপভোগ করতে কুয়াকাটায় বিভিন্ন বয়সের বহু সংখ্যক পর্যটক ও দর্শনার্থীদের ভীড় জমেছে। কেউ এসেছেন পরিবার পরিজন নিয়ে, কেউবা এসেছে প্রিয়জনকে নিয়ে, আবার অনেকে এসেছে বন্ধু-বান্ধব নিয়ে কুয়াকাটায় ঈদ আনন্দ উপভোগ করতে। আগত পর্যটকরা সমুদ্রে গোসল, হৈ-হুল্লোড়, খেলাধুলা আর সৈকতের বালিয়াড়িতে গা ভাসিয়ে উম্মাদনায় মেতে ওঠে, কেউবা আবার সমুদ্রের তীরে বালু দিয়ে পিরামিড তৈরি করে নিজেদের বন্দী করছেন ক্যামেরার ফ্রেমে। সমুদ্র দর্শনে কুয়াকাটার দর্শনীয় স্পটগুলো ঘুরে বেড়িয়েছেন ভ্রমণ পিপাসু পর্যটকরা।
বেঞ্চ ব্যবসায়ী জলিল মিয়া জানান, ঈদের প্রথম দিন পর্যটকদের আগমন কম থাকলেও দ্বিতীয় দিন থেকে অসংখ্য পর্যটক আসতে শুরু করে কুয়াকাটায়, আজকে আরো অনেক সংখ্যক পর্যটক বেড়েছে, সামনের দিনগুলোতে আরো পর্যটক বাড়বে।
হোটেল-মোটেল এসোসিয়েশন সাধারন সম্পাদক মোঃ মোতালেব শরীফ জানান, আজকে তৃতীয় দিন যে পর্যটক হয়েছে আগামীকাল আরো বৃদ্ধি পাবে। আমাদের হোটেলের বেশীর ভাগ রুমই অগ্রীম বুকিং হয়ে গিয়েছে, বাকীটাও বুক হয় যাবে।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের ওসি হাসনাইন পারভেজ বলেন, ঈদুল ফিতরের দিন থেকে আজ তৃতীয় দিন পর্যন্ত প্রচুর পর্যটকের আগমন ঘটেছে কুয়াকাটায়, আমরাও সার্বক্ষনিক পর্ষটকদের সেবায় নিয়োজিত রয়েছি।
কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন, পদ্মা সেতু উদ্বোধনের ফলে এর সুফল সরূপ কুয়াকাটার ভাগ্য খুলে গেছে। আজ তৃতীয় দিনেও এতো পর্যটক সামনের দিনগুলোতে আরো প্রচুর পর্যটকের সমাগম ঘটবে। তিনি প্রধানমন্ত্রীকে কুয়াকাটা পৌরবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.