|| ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নওগাঁ সনাতনী এক ব্যক্তি সকালে শাপলাপাড়া ব্রীজ মোড় এলাকায় রাস্তার পাশে শুয়ে আছেন-DBO-news
প্রকাশের তারিখঃ ২৪ এপ্রিল, ২০২৩
নওগাঁ এই বয়োবৃদ্ধ আগন্তক ব্যক্তিটিকে গতকাল সকাল থেকে নওগাঁর পালপাড়া ব্রীজের পূর্বপাড় সংলগ্ন রাস্তার পাশে দোকানের বারান্দায় শুয়ে থাকতে দেখা যায়। সারাদিন এলাকাবাসী তার সাথে কথা বলার চেষ্টা করে কথা বলাত পারেনি এবং খাওয়ানোর চেষ্টা করে খাওয়াতে পারেনি। আজ সকালে তিনি পালপাড়া ব্রীজের গাবতলিতে শুয়ে থাকতে দেখা যায়। উনাকে দেখার জন্য অনেক মানুষের ভীড় দেখা যায়। ডার সাথে কথা বলা বা নাম ঠিকানা জানতে চাওয়া হলে অস্পষ্ট ভাষায় নাম সত্য, পদবী জিজ্ঞেস করলে ওভাবেই জানায় ক্ষত্রিয়। "চলুন নাস্তা খাই" বলা হলে তিনি যাবেন না বলে ঈঙ্গিত করেন। কিভাবে আসলেন বা পরিবারে কে কে আছেন জিজ্ঞেস করলে বলতে পারন না। এতে তিনি বিরক্তি বোধ করেন। তার ছবি তুলে তার আত্মীয় স্বজনদের জ্ঞাতার্থে পোস্ট করা হলো।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.