|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নওগাঁ মেডিকেল পরীক্ষার ফলাফল প্রকাশ পাশের হার ৯৩.৪৭% দ্বিতীয় স্থান অধিকার: DBO-NEWS
প্রকাশের তারিখঃ ২১ এপ্রিল, ২০২৩
নওগাঁ মেডিকেল কলেজ দ্বিতীয় স্থান অধিকার করেছে রাজশাহী মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় এর অধীনে তৃতীয় পেশাগত এমবিবিএস পরীক্ষা গত মে ২০২২ ইং (অনুষ্ঠিত–ডিসেম্বর, ২০২২) এর সম্প্রতি ফলাফল প্রকাশিত হয়েছে।
২৪ টা মেডিকেল কলেজ থেকে পরীক্ষায় ২২৫১ জন অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ১৮৪৪ জন৷ পাশের হার ৮১.৯২% এরই ধারাবাহিকতায় নওগাঁ মেডিকেল কলেজ, নওগাঁ থেকে উক্ত পরীক্ষায় ৪৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ৪৩ জন৷ পাশের হার ৯৩.৪৭% যা বিভিন্ন মেডিকেল কলেজ সমূহের মধ্যে দ্বিতীয়।
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে সকল মেডিকেল কলেজ থেকে সব মিলিয়ে অনার্স মার্কস পেয়েছে মোট ৫ জন৷ এর মধ্যে নওগাঁ মেডিকেল কলেজ, নওগাঁ থেকেই পেয়েছে ২ জন শিক্ষার্থী ৷ লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় ৮৫ শতাংশ মার্কস পেলে অনার্স মার্কস হিসেবে স্বীকৃত হয়। মাইক্রোবায়োলজীতে অনার্স মার্কস প্রাপ্ত সামান্তা ইসলাম ও আফিফা সাফায়েত উভয়েই নওগাঁ মেডিকেল কলেজ এর শিক্ষাদান পদ্ধতি, নিয়মিত ক্লাশ এবং শিক্ষকদের আন্তরিকতার ভুয়সী প্রশংসা করে ।
কলেজের প্রতিস্ঠাকালীন ফ্যাকাল্টি ও হরমোন রোগ বিশেষজ্ঞ ডা: মো: আবু জার গাফফার গর্বের সাথে বলেন, আজকের এ সাফল্যকে অর্জন করতে অনেক সীমাবদ্ধতাকে পেরুতে হয়েছে সকলের সম্মিলিত প্রচেস্টায়। তিনি প্রতিস্ঠাকালীন অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: আব্দুল বারীর গড়ে যাওয়া ভিত এবং বর্তমান অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: বুলবুল হাসানের সঠিক দিক নির্দেশনায় এমনটি সম্ভব হয়েছে বলে মনে করেন।
কলেজটির বর্তমান অধ্যাপক ডা: মো: বুলবুল হাসান শিক্ষার্থীদের প্রচেস্টাকে সাধুবাদ জানিয়ে বলেন, স্হায়ী ক্যাম্পাস ও অবকাঠামোগত কিছু অপ্রতুলতাকে জয় করতে শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা যেভাবে সমন্বিতভাবে নিরলস পরিশ্রম করে চলেছে তা সত্যিই গর্ব করার মতো। অদূর ভবিষ্যতে ভালো চিকিৎসক ও ভালো মানুষ হয়ে এসব শিক্ষার্থীরা মানবসেবার ব্রতে নিয়োজিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.