|| ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট সমাজসেবী পাখি খান: DBO-NEWS
প্রকাশের তারিখঃ ২১ এপ্রিল, ২০২৩
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বরগুনা সহ দেশ এবং প্রবাস সর্বস্তরের সাধারন মানুষ সহ রাজনৈতিক বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবী ও জনদরদী
পাখি খান ।
শুভেচ্ছা বার্তায় দেশ বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন , পিছনে ফেলে আসা দিনগুলো অতিক্রম করে সামনে পবিত্র ঈদূল ফিতর,পবিত্র ঈদুল ফিতর জন জীবনে নিয়ে আসুক শান্তির বার্তা।
ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ।
এ আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে, গ্রামগঞ্জে, সারাবাংলায়, সারাবিশ্বে। এ দিন সকল শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন। ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি আর ঐক্যের বন্ধন। ঈদুল ফিতর শিক্ষা সকলের মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ- এ প্রত্যাশা করি।
তিনি আরও বলেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। এখানে হিংসা-বিদ্বেষ, হানাহানি, কূপমন্ডুকতার কোনো স্থান নেই। মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, পরমতসহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে। ইসলামের এই সুমহান বার্তা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে
পবিত্র ঈদুল ফিতর আমাদের ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে সব মানুষকে এক কাতারে দাড়ানোর শিক্ষা দেয়। এই সময় সবার উচিত অসহায় গরীবদের পাশে দাড়ানো, তাদের যথাসাধ্য সাহায্য করা। যেন তারাও আনন্দ উল্লাসের সাথে ঈদ পালন করতে পারে। পবিত্র ঈদুল ফিতর বয়ে আনুক সকলের মনে খুশির বার্তা।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.