|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সৌদি আরবে গ্যাসের ট্যাংক ব্রাস্ট হয়ে পাকুন্দিয়ার যুবক আব্দুল্লাহ আল মাসুম নিহত: DBO-NEWS
প্রকাশের তারিখঃ ২০ এপ্রিল, ২০২৩
সৌদি আরবে গ্যাসের ট্যাংক ব্রাষ্ট হয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার আব্দুল্লাহ আল মাসুম (২৭) নামের এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার দিবাগত রাত সৌদি আরব সময় রাত ১১টা, বাংলাদেশ সময় রাত ২টার দিকে উক্ত ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ আল মাসুম পাকু্ন্দিয়া উপজেলার পাটুয়াভাংগা ইউনিয়নের রূপসা গ্রামের মো. আব্দুল কাদিরের বড় ছেলে। তাঁর মৃত্যুর সংবাদ শোনে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, পরিবারে সচ্ছলতা ফেরাতে আট মাস আগে দেশ ছেড়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন আব্দুল্লাহ আল মাসুম (২৭) নামের এই যুবক । সেখানে গিয়ে তিনি কাজ করে বাড়িতে টাকা পাঠানোও শুরু করেছিলেন। তাঁকে ঘিরে স্বপ্ন বুনছিল তার পরিবার। কিন্তু সেই সুখ আর সইল না। সৌদি আরবে দাম্মাম শহরে নাইট ডিউটি করার সময় গ্যাসের ট্যাংক ব্রাষ্ট হয়ে ঘটনা স্থলেই প্রাণ হানি ঘটে আব্দুল্লাহ আল মাসুমের।
নিহত আব্দুল্লাহ আল মাসুমের বাবা আব্দুল কাদির জানান, আট মাস আগে বড় ছেলে মাসুমকে সৌদি আরবে পাঠায়েছি। এর পর থেকে নিয়মিত সেখানে কাজ করে বাড়িতে টাকা পাঠাতে শুরু করেন মাসুম। আজ সকালে মাসুমের রুমমেট রুবেল মিয়া মোবাইল ফোনে জানায় রাতে নাইট ডিউটিরত অবস্থায় গ্যাসের ট্যাংক ব্রাষ্ট হয়ে ঘটনার স্থলেই সে মারা যায়।
তিনি আরো বলেন, অনেক স্বপ্ন নিয়ে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলাম। এমন হবে জানতে পারলে কখনোই বিদেশে পাঠাতাম না। ছেলের লাশ দ্রুত দেশে ফেরত আনতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানাই।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.