|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
যুক্তরাষ্ট্রে চীনের গোপন পুলিশ স্টেশন চালানোর অভিযোগে গ্রেপ্তার ২
প্রকাশের তারিখঃ ২০ এপ্রিল, ২০২৩
যুক্তরাষ্ট্রে চীনের গোপন পুলিশ স্টেশন চালানোর অভিযোগে মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) নিউইয়র্কে বসবাসরত দুইজনকে গ্রেপ্তার করেছে।
সোমবার ফেডারেল প্রসিকিউটর এ তথ্য প্রকাশ করে। এছাড়া যুক্তরাষ্ট্রে চীনের ভিন্ন মতাবলম্বীদের টার্গেট করে ভয় দেখানোর কারণে পলাতক আরও ৪৪ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। খবর রয়টার্সের গ্রেপ্তার দুই ব্যক্তি হলেন- ব্রঙ্কসের লু জিয়ানওয়াং (৬১) এবং ম্যানহাটনের চেন জিনপিং (৫৯)।অভিযোগে বলা হয়েছে, তারা চীন সরকারের অ্যাজেন্ট হিসেবে কাজ করছিলেন এবং যুক্তরাষ্ট্রের বিচারব্যবস্থায় বাধা সৃষ্টি করছিলেন। নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্টিক্টের অ্যাটর্নি জন মারজুলি বলেন, তদন্তের শুরুতেই ওই থানাটি বন্ধ করে দেয়া হয়েছে।
মার্কিন বিচার বিভাগ অভিযোগ করছে, চীনা সরকারের প্রতি সমালোচনাপ্রবণ চীনা নাগরিকদের হয়রানি করার জন্য চীনের জাতীয় পুলিশ বাহিনীর ৩৪ অফিসারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এই অফিসারদের সবাই চীনে বাস করে বলে ধারণা করা হচ্ছে, তারা গ্রেফতারের বাইরে রয় গেছে। তারা চীন সরকারের '৯১২ স্পেশাল প্রজেক্ট ওয়ার্কিং গ্রুপের' আওতায় কাজ করে বলে অভিযোগে বলা হয়েছে।
অভিযোগে বলা হয়, ২০২২ সালের প্রথম দিকে গোপন পুলিশি থানাটি প্রতিষ্ঠা করা হয়। যুক্তরাষ্ট্রে বসবাসরত ভিন্ন মতালম্বী চীনাদের শনাক্ত করা ও ভীতি প্রদর্শন করার জন্য এ কাজ করা হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.