|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পবিত্র ঈদ-উল-ফিতর এর শুভেচ্ছা জানিয়েছেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ উমর ফারুখ
প্রকাশের তারিখঃ ২০ এপ্রিল, ২০২৩
ধামইরহাট নওগাঁ প্রতিনিধি:
ঈদ মানে আনন্দ। ঈদ মানে খুশী। রমজান মাস সিয়াম সাধনার মাস। এই একটি মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে খুশী ও শান্তির বার্তা নিয়ে আগমন ঘটায় ঈদুল ফিতর। আর এই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপ-সহকারী কৃষি কর্মকর্তা পত্নীতলা নওগাঁ মোঃ উমর ফারুখ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
মোঃ উমর ফারুখ বলেন, মুসলিমদের সর্ব বৃহৎ উৎসব হচ্ছে ঈদ, প্রতি বছর রমজানে মাসব্যাপী রোজা রাখার পর আমাদের মাঝে আনন্দ আর অনাবিল খুশীর বার্তা নিয়ে চলে আসে ঈদুল ফিতর। এই ঈদুল ফিতরের আনন্দ ও খুশি ছড়িয়ে পড়ুক ধামইরহাট পত্নীতলা'সহ দেশের সকল শ্রেণী-পেশার মানুষের মাঝে।
ঈদুল ফিতরের উৎসবকে ঘিরে মুসলিমদের মাঝে হিংসা-বিদ্বেষ, অন্যায়-অবিচারসহ সব কিছু মুছে গিয়ে তৈরি হোক ভ্রাতৃত্ববোধ, মানবতা ও সহানুভূতি। সবাইকে জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক উপ-সহকারী কৃষি কর্মকর্তা পত্নীতলা, ধামইরহাট নওগাঁ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.