|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সংযুক্ত আরব আমিরাতে “ওয়ান বিলিয়ন মিল” কর্মসূচিতে বাংলাদেশ সমিতির অংশগ্রহণ
প্রকাশের তারিখঃ ১৯ এপ্রিল, ২০২৩
পবিত্র রমজানে বিশ্বের ৫০টি দেশের ক্ষুধা মোকাবিলায় আট শতাধিক মিলিয়ন ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন আমিরাতের দুবাই শাসক শেখ মোহাম্মাদ বিন রাশিদ আল মাকতুম। ক্ষুধা ও দারিদ্রের বিরুদ্ধে তাঁর এই লড়াই বিশ্বের সবচেয়ে বড় উদ্যোগ বলে মনে করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বোদ্ধামহল। তারই অংশ হিসেবে ১৭ এপ্রিল সোমবার দুবাইয়ের সোনাপুর হামাদ আবদুল করিম মসজিদ প্রাঙ্গনে ইফতার বিতরণ কর্মসূচি পালন করে বাংলাদেশ সমিতি দুবাই। সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মাদ বিন রাশিদ আল মাকতুম কতৃক ঘোষিত পবিত্র মাহে রমজানের “গ্লোবাল ইনিশিয়েটিভস” প্রোগ্রাম “ওয়ান বিলিয়ন মিল” কর্মসূচির অংশ হিসেবে প্রবাসী শ্রমজীবী মানুষের মাঝে এ ইফতার বিতরণ করা হয়। ওই সময় আমিরাত সরকার অনুমোদিত বাংলাদেশ সমিতি প্রায় সহস্রাধিক খেটে খাওয়া শ্রমিকের পাশে দাঁড়িয়ে বাংলাদেশকে বিশ্ব দরবারে আরো একধাপ এগিয়ে নিলো।
ইফতার বিতরণ কর্মসূচির কো-অর্ডিনেটর ও বাংলাদেশ সমিতি ইউএইর সিনিয়র সহ-সভাপতি ইয়াকুব সুনিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সমিতির সভাপতি অধ্যাপক আব্দুস সবুর, বিশেষ অতিথি সমিতির সহ-সভাপতি জুলফিকার ওসমান এবং জসীম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাজী শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাংলাদেশ
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.