|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সংযুক্ত আরব আমিরাতে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়েশেষ হলো ‘দুয়ারে কনস্যুলেট’
প্রকাশের তারিখঃ ১৯ এপ্রিল, ২০২৩
আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো এবারের আয়োজন দুয়াওে প্রনস্যুলেট প্রোগ্রাম।
গত ১৬ এপ্রিল বাংলাদেশ কনস্যুলেট দুবাই ও উত্তর আমিরাতের আয়োজনে সোনাপুর বাঙালি কমিউনিটি এলাকায় প্রবাসীদের সঙ্গে নিয়ে ইফতার ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী মাহতাবুর রহমান নাসির সিআইপির সভাপতিত্বে ও বাংলাদেশ কনস্যুলেটের শ্রম সচিব ফকির মনোয়ারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের মান্যবর কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কনস্যুলেটের লেবার কাউন্সিলর ফাতেমা জাহান, প্রকৌশলী আবু জাফর, বিজনেস কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী বাবুল, বিজনেস কাউন্সিলের সহ-সভাপতি রাজা মল্লিকসহ বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে ‘দুয়ারে কন্স্যুলেট’ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সক্ষম হয়েছে। আগামীতে বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন কনসাল জেনারেল। পরে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.