|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
রাউজানে প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের বর্ষবরণ উদযাপন
প্রকাশের তারিখঃ ১৯ এপ্রিল, ২০২৩
নিজস্ব প্রতিবেদক: রাউজান উপজেলার ১২ নং উরকিরচর ইউনিয়নের আবুরখীল তালুকদার পাড়ায় সামাজিক সংগঠন প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদ কর্তৃক আয়োজন বর্ষবরণ অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানমালার মধ্যে ছিল মঙ্গল শোভাযাত্রা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের সভাপতি সাংবাদিক রতন বড়ুয়ার সভাপতিত্বে আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন শান্তিময় বিহারের অধ্যক্ষ ভদন্ত বুদ্ধানন্দ ভিক্ষু। উদ্বোধন ছিলেন শিক্ষক সুশীল বড়ুয়া। স্বাগত বক্তব্য প্রদান করেন প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদ এর সাধারণ সম্পাদক অপু বড়ুয়া।
রুপস বড়ুয়া ও নিরু বড়ুয়ার যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক মিলন বৈদ্য শুভ, সংগঠনের সাবেক সভাপতি রুপতি রঞ্জন বড়ুয়া, ব্যাবসায়ী স্বপন কুমার বড়ুয়া, প্রনয় কুমার বড়ুয়া, অবসর প্রাপ্ত সরকারি কর্মকর্তা আনন্দ প্রসাদ বড়ুয়া, প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের সহসভাপতি পিকলু বড়ুয়, সহসভাপতি বিরু বড়ুয়া, অর্থ সম্পাদক রাজু বড়ুয়া।
আরো উপস্থিত ছিলেন সংগঠনের কর্মকর্তা, পুলক বড়ুয়া, হিরো বড়ুয়া বাবু, শৈশব বড়ুয়া সাগর, অনিক বড়ুয়া, রিমন বড়ুয়া প্রমুখ।
আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার তুলে দেন এবং সব শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.