|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বাউফলে ১০ হাজার মিটার অবৈধ জাল জব্দ: DBO-NEWS
প্রকাশের তারিখঃ ১৯ এপ্রিল, ২০২৩
পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় প্রজনন বৃদ্ধি ও ইলিশ মাছের অবাধ বিচরণের লক্ষ্যে সরকার ঘোষিত অভয়াশ্রম তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার কারেন্ট, চাই ও বেহুন্দি জাল জব্দ করেছে পুলিশ।১৯.০৪.২৩ইং তারিখ রোজ বুধবার সকালে নৌ পুলিশ ফঁাড়ির ০৮ সদস্যের একটি টিম তেঁতুলিয়া নদীর চন্দ্রদ্বীপ পয়েন্টে অভিযান চালিয়ে নিষিদ্ধ ওই জালগুলো জব্দ করে। তবে ওই সময় কোন জেলেকে গ্রেফতার করতে পারেনি পুলিশের দলটি। জব্দকৃত জালগুলো নদী তীরবর্তী কালাইয়া ইউপির মোহনায় পুড়িয়ে দেওয়া হয়েছে। ফাড়ি ইনচার্জ মো. লুৎফর রহমান জানান, তাদের এ অভিযান অব্যাহত আছে। ৩০ এপ্রিল পর্যন্ত এ অভিযান চলমান থাকবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.