|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পূবাইলে ২ হাজার পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ: DBO-NEWS
প্রকাশের তারিখঃ ১৯ এপ্রিল, ২০২৩
পূবাইলে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ ২ হাজার পরিবারের মধ্যে নিজ অর্থায়নে ঈদ উপহার বিতরণ করেছেন পূবাইল থানা আওয়ামী লীগের সভাপতি ও ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আজিজুর রহমান শিরিষ।
বুধবার (১৯ এপ্রিল)সকালে মেঘডুবী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এই ঈদ উপহার বিতরণ করেন তিনি।ঈদ সামগ্রীর মধ্যে ছিল- ১,১৫০ টা লুঙ্গি,৮৫০ টা শাড়ি।
কাউন্সিলর আজিজুর রহমান শিরিষ বলেন, 'ঈদ উপলক্ষে আমি প্রতি বছরেই এই ওয়ার্ডের নিম্ন আয়ের ও মধ্যবিত্ত মানুষের মধ্যে এই ঈদ উপহার বিতরণ করি। দেশের যেকোনো পরিস্থিতিতে আমি সবসময় এই ৪০ নং ওয়ার্ডে জনগণের পাশে আছি, বাকি জীবন থাকবো। আপনাদের আমানত আমি খেয়ানত করি নাই,যদি কেউ বলতে পারেন তাহলে আমি এই মুখ আর আপনাদের সামনে দেখাবো না।বিশ্ব মহামারী করোনা সংকটকালীন সময় এই ওয়ার্ডের সর্বস্তরের জনগণের পাশে ছিলাম, সরকারি ত্রান আসার আগেই আমি নিজ অর্থায়নে আমার জমানো ব্যাংকের টাকা দিয়ে আমি এই ওয়ার্ডের নিম্ন ও মধ্যবিত্ত মানুষের কাছে ত্রান পৌঁছে দিয়েছি। এই ভোটারদের ও জনগণের জোর দাবির প্রেক্ষিতে আবারও এলাকার উন্নয়নের কথা চিন্তা করে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করে নির্বাচন করার চিন্তা করেছি।ছোটবেলা থেকেই এই এলাকার মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে তাদের সেবা করার সুযোগ পেয়েছি।আরো বৃহৎ পরিসরে এলাকার উন্নয়নের কথা চিন্তা করে আবারও কাউন্সিলর পদে জয়যুক্ত হয়ে এই এলাকার রোল মডেল হিসেবে গড়ে তুলবো।এই কারণে আপনাদের মূল্যবান ভোট ও সকলের সহযোগিতা কামনা করছি। সবাই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন।'
এসময় আরও উপস্থিত ছিলেন,গাজীপুর জেলা পরিষদের ১ নং ওয়ার্ড সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ মিয়া, গাজীপুর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মজিবুর রহমান কাজল।মেঘডুবী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বাবু অখিল কুমার বিশ্বাস।গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক সদস্য রাজিবুল হাসান রাজীব।৪০নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব মোঃ ছোলেমান মোল্লা।৪০নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক সদস্য হাজী বসির উদ্দিন আহমেদ।মেঘডুবী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসাইনুর রহমান রুবেল।গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০,৪১,৪২ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী রাফেজা আক্তারসহ আরও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.