|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নীলকমল ইউনিয়নের বাহিরচরের জনগণ ভূমি দস্যুদের অত্যাচারে প্রতিষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৯ এপ্রিল, ২০২৩
হাইমচর উপজেলার নীলকমল ইউনয়নের বাহের ৮'নং ওয়ার্ডের শফি গাজী(৫৫)পিতাঃ মৃত জলিল গাজী,সাং চোপকাঠি(গাজী বাড়ি) ৮নং ওয়ার্ড,নীলকমল,হাইমচর এর উপর শরিয়তপুরের খোকা বেপারীর ভূমি সন্ত্রাসীদের হামলা।
১৭'ই এপ্রিল দুপুর ১২'টার সময় শফিক মোল্লা বাহের চর নাকিনস্থ,চৌধুরী বাজারের পার্শ্বে নিজ ফসলী জমিতে কৃষি কাজের সময়,খোকা বেপারীর সন্ত্রাসী ও ভূমি দস্যু মজিদ মোল্লা সহ ১৫/২০ জন সন্ত্রাসী আমার উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার উপর হামলা চালায়।
বিশিষ্ট ভূমি দস্যু খোকা বেপারীর নেতৃত্বে বাহের চরের বিভিন্ন ভূমি দখল করে চলছে পার্শ্ববর্তি শরিয়তপুরের কিছু ভূমি দস্যু।খোকা বেপারীর নেতৃত্বে মজিদ মোল্লা(৫০)পিতাঃ মৃত হামিদ মোল্লা,তিরাশি কান্দী,আব্দুল্লাহপুর ইউপি।বাদল গাজী(৫০)পিতাঃমৃত জামসেদ গাজী,সাং চর মাইজারী।ছোবাহান বেপারী(৪৮)পিতাঃ ইদ্রিস বেপারী,সাং ঘাটিরা।হাইমচর উপজেলার নীলকম ইউনিয়নের বাহেরচরের মানুষের ভূমি জোরপূর্বক দখল করে আসছে।খোকা বেপারীর নির্দেশে শরিয়তপুর ও নীলকমলের ভূমি দস্যুরা ভূমি দখল ও জমিনের ফসল তুলে নিয়ে যায় জানালেন শফি মোল্লা।
মুজিদ মোল্লাা সংগো'পাঙ্গরা আমাকে,আমার কৃষি ভূমিতে কাজকরা অবস্থায় মারধর করে।তাদের অতর্কিত হামলায় আমার মাথা ও নাক ফেটে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে ফুলা যখন সৃষ্টি হয়।বললেন,খোকা ব্যাপারীর সন্ত্রাসী বাহিনীর হামলায় আহত শফিক মোল্লা। আহত শফি মোল্লা হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।স্থানীয় মেম্বার বাদশা সরদার বলেন,,,শরিয়তপুর ও নীলকমলের বাহের চরের ভূমি দস্যুরা বাহের চরের নিরীহ সাধারণ জেলে কৃষকদের উপর বিভিন্ন ভাবে অত্যাচার করে। তারি ধারাবাহিকতায় শফিক মোল্লা তার নিজ কৃষি ভূমিতে কাজ করা অবস্থায় মজিদ মোল্লার নেতৃত্বে ১৫-২০ জন ভূমিদস্যু সন্ত্রাসী সে তার উপর হামলা চালায়।এই ঘটনায় আমি তীব্র নিন্দা আজও প্রতিবাদ জানাই।
আহত শফি মোল্লা বাদী হয়ে হাইমচর থান একটি অভিযোগ দায়ের করেন,অভিযোগে ১৯ জনকে আসামি করেন এবং আরও অজ্ঞাত উল্লেখ করে অভিযোগ দায়ের করা হয়।এ বিষয়ে হাইমচর থানা অফিসার ইনচার্জ আশরাফ উদ্দিন চৌধুরী বলেন,শফি মোল্লা হাইমচর থানা উপস্থিত হয় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।ঘটনার তদন্ত সাপেক্ষে আইনানুক ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.