চাঁদপুরে সড়ক ও জনপদ এর অধিগ্রহণ করা সম্পত্তি দখল করে দোকান তৈরীর এক গুরুতর অভিযোগ পাওয়া গেছে। এ মারাত্মক ও ভয়াবহ অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তির বিরুদ্ধে।
স্থানীয়রা এ বিষয়ে মুখ খুলতে সাহস না পেলেও দোকানের ভাড়াটিয়ারা অনেকটা সাহস করেই বলেছেন সেই প্রভাবশালী ব্যক্তির নাম। এমন সরকারি সম্পত্তি এমন জবরদখলের ঘটনাটি ঘটেছে চাঁদপুর পৌর ১৩ নং ওয়ার্ডের মধ্য তরপুরচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন চাঁদপুর ও কুমিল্লা মহাসড়কের রাস্তার সরকারি জমির ওপর। রাস্তার পাশে কোনো বিদ্যালয় থাকলে সেই বিদ্যালয়ের সামনের জায়গা বিদ্যালয়েরই থাকে। জনৈক ব্যক্তি জানান বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতেও রয়েছে সমস্যা। এই স্থানে বিদ্যালয়ের উন্নয়নমূলক কিছু হতে পারতো। অথচ বিদ্যালয় সংলগ্ন সরকারি রাস্তার পাশেই সরকারি জায়গা দখল করে একই সারিতে কয়েকটি দোকান তৈরি করে মোটা অংকের অ্যাডভান্স নিয়ে ভাড়াটিয়াদের কাছ থেকে মাসিক হারে ভাড়াও আদায় করে ফেলেছেন স্থানীয় এই প্রভাবশালী। এ বিষয়ে মধ্য তরপুরচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানান আমি এই দোকান গুলো দেখেই পরের দিন ম্যানেজিং কমিটির সাথে জরুরি মিটিং করি। আমাদের স্কুলের বাউন্ডারি শেষে এই দোকান গুলো করা হয়েছে। যেহেতু সড়ক জনপদের জায়গা সেহেতু যা করার সড়ক ও জনপদ বিভাগ করতে হবে। অপরদিকে জানা যায় সড়ক ও জনপদের কিছু অসাধু কর্মকর্তা গোপনে আতাত করে মোটা অংকের টাকার বিনিময়ে দেখেও না দেখার ভান করে জেগে ঘুমিয়ে আছেন। সচেতন মহল মনে করেন সড়ক ও জনপদের কর্মকর্তাদের নাকের ডগায় বখরা ছাড়া এমন কাজ কেউ করতে পারে না। এদিকে ভাড়াটিয়া তোশক ও হোটেল দোকানদারগন জানান আমারা এলাকার মুরুব্বী একজন মুক্তিযোদ্ধার নিকট থেকে দোকানগুলো ভাড়া নিয়েছি। সড়ক ও জনপদ অধিদপ্তর চাঁদপুর থেকে বিশ্বস্ত সুত্রে জানা যায় ওই মুক্তিযোদ্ধা পরিবার মিলে সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখল করে দোকানগুলো নির্মাণ করেছে। সড়ক ও জনপদ বিভাগ দ্রুতই এর বিরুদ্ধে ব্যবস্থা নিবে। এমনটাই প্রত্যাশা করছেন সচেতন মহল। তা না হলে গোটা চাঁদপুর-কুমিল্লা মহাসড়ক অবরুদ্ধ হয়ে যাবে উৎসাহ পাবে দখলদাররা । এ বিষয়ে অনতি বিলম্বে কঠোরভাবে হস্তক্ষেপ করার জন্য জেলা প্রশাসক চাঁদপুরের আশু দৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।