|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
জাতীয় উদ্যান আলতাদিঘী শালবনে অগ্নিকাণ্ড
প্রকাশের তারিখঃ ১৮ এপ্রিল, ২০২৩
নওগাঁর ধামইরহাটের আলতাদিঘী জাতীয় উদ্যান শালবনে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে, গতকাল ১৭ এপ্রিল বিকেল ৫টার দিকে জাতীয় উদ্যান শালবনের পশ্চিম দিকাংশের দাদরপুর গ্রাম সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ধামইরহাট ফায়ার সার্ভিসের একটি দল ৩০ মিনিট চেষ্টায় আগুন নিভাতে সক্ষম হয়।অগ্নিকাণ্ডের ঘটনাটি নিশ্চিত করেছেন উপজেলা বন-বিট কর্মকর্তা আনিছুর রহমান।এ বিষয়ে আনিছুর রহমান জানান, বিকেল প্রায় ৫টার দিকে শালবনে আমাদের এক বনবিট ডিউটি অফিসার আগুন দেখতে পেলে বিষয়টি জানালে আমি তাংক্ষনিকভাবে ফায়ার সার্ভিসকে বিষয়টি জানালে পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত এসে প্রায় ৩০ মিনিট চেষ্টায় আগুন নিভায়। অগ্নিকাণ্ডের কারণে প্রায় ৩ শতক এলাকা জুড়ে বাগানে পড়ে থাকা শুকনো পাতা পুড়ে যায়। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।উক্ত বিষয়ে ফায়ার সার্ভিসেস ইনচার্জ সাইফুল জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় ৩০ মিনিট চেষ্টায় আগুন নেভানো হয়। পথচারীদের ছুড়ে ফেলা কোনো বিড়ি অথবা সিগারেটের আগুন থেকে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে,দ্রুত সময়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার ফলে বনের কোনো ক্ষতি হয়নি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.