|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ফরিদপুর জেলা আওয়ামী লীগের মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ: DBO-NEWS
প্রকাশের তারিখঃ ১৬ এপ্রিল, ২০২৩
ফরিদপুর জেলা আওয়ামীলীগের পক্ষ হতে চাদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই মিয়ার সভাপতিত্বে ধোপাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের মাঠে আজ রবিবার বিকেল সাড়ে তিনটায় পবিত্র- ঈদ- উল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার ৫০০ টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয় ৷
উক্ত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক ৷
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, সহ- সভাপতি শ্রী শ্যামল ব্যানার্জি, যুগ্ম সাধারণ সম্পাদক মিসেস ঝর্না হাসান, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মাহমুদা বেগম, কোতোয়ালী থানা আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা ও সাধারণ সম্পাদক শামচুল আলম চৌধুরী, জেলা শ্রমিকলীগের আহবায়ক গোলাম মোহাম্মদ নাছির, জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু প্রমুখ৷
উপস্থিত নেতৃবৃন্দ বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক দলীয়ভাবে ইফতার মাহফিল আয়োজন না করে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করার এবং তাদের পাশে থাকার, তারই অংশ হিসেবে জেলা নেতৃবৃন্দগণ বলেন মাননীয় প্রধানমন্ত্রী এই সকল অসহায় ও দুস্থ মানুষের কথা সবসময় ভাবেন, সারাবিশ্বে এখন একটা অর্থনৈতিক সংকট চলছে যার দরুন দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায়, তারপরও আমাদের দেশ এখন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ভালোভাবেই চলছে এবং তারই নির্দেশে আমরা সাধারন জনগনের নিকট সামান্য ঈদ উপহার নিয়ে এসেছি৷ তারা আরোও বলেন সারাদেশে যে বিভিন্ন জায়গায় আগুন লাগছে এই বিএনপিই এর জন্য দায়ী, কারন তারা আগুন ও সন্ত্রাসী রাজনিতিতেই বিশ্বাসী৷ আগামী জুন মাসের মধ্যেই আওয়ামীলীগের মেয়াদউত্তীর্ন সকল অংগসংগঠনের কমিটি গঠন করতে হবে কিন্তু জুন মাসের পর কমিটি ভাঙ্গা যাবে না ৷ আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবেন আমরা সকলেই তার পক্ষ হয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাবো বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
একই সাথে আগামী বছর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করা এবং দেশের উন্নয়নের যাত্রা অব্যাহত রাখার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.