|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মতলব উত্তরে সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৫ এপ্রিল, ২০২৩
কৃষিই সমৃদ্ধি এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তরে ২০২২-২০২৩ অর্থ বছরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম-ফেজ (এনএটিপি-২) এর সি আইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
মতলব উত্তর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শনিবার (১৪ এপ্রিল) মতলব উত্তর উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলার ১৪ টি ইউনিয়ন ও পৌরসভার সিআইজি কমিটির সদস্যদের নিয়ে কংগ্রেস অনুষ্ঠিত হয়।
মতলব উত্তর উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মজিবুর রহমান এর সঞ্চালনায় উপজেলা কৃষি অফিসার মো: সালাউদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম. এ. কুদ্দুস , অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আবুল কালাম, উপসহকারী কৃষি অফিসার মো: সালাউদ্দিন , মতলব উত্তর উপজেলা সি আইজির সভাপতি মোঃ নাসির উদ্দিন, কৃষি উদ্যোক্তা পরিষদ মতলব উত্তর এর সভাপতি মোঃ আতাউর রহমান সরকার, মতলব উত্তর উপজেলার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও কলাকান্দা সি আইজির সভাপতি সাংবাদিক মাহবুব আলম লাভলু, সাহিদা বেগম, লুধুয়া সিআইজির সভাপতি প্রমুখ।
এ সময় সকল ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.