|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পবিত্র রমজান উপলক্ষে সংঘের ব্যাতিক্রমী আয়োজন
প্রকাশের তারিখঃ ১৫ এপ্রিল, ২০২৩
প্রতিবছরের ন্যায় এবারও ঢেলে সাজিয়েছে সংঘ সাহায্যের এক অঙ্গীকার এর পবিত্র রমজান উপলক্ষে ব্যাতিক্রমী আয়োজন “বলিলে সূরা মিলিবে উপহার” অনুষ্ঠানটি উদযাপিত হয়।
সগঠনটির সদস্যদের অক্লান্ত পরিশ্রম এবং বিশিষ্ট আলেমদের পর্যবেক্ষণে দুটি পর্বে বিভক্ত এ অনুষ্ঠানটি সুন্দর ভাবে শেষ হয়েছে।
শুক্রবার (১৪ এপ্রিল) সাভার মডেল মসজিদ প্রাঙ্গনে দিনব্যাপী এ ইসলামিক অনুষ্ঠানটি উদযাপিত হয়।
এই আয়োজন ছিলো সকল বয়সের মানুষের জন্য উন্মুক্ত , নেই কোন ধনী গরীব ভেদাভেদ, সব বয়সের মানুষ সব পেশার মানুষ এখানে অংশগ্রহণ করতে পারে। তবে সহজ দুটি শর্তে আর সেগুলো হলো, “একটি সূরা অথবা কুরআন এর আয়াত সহীহ্ ও শুদ্ধ ভাবে উচ্চারণ করে বলতে পারলে ২য় পর্বে ইসলামিক তিনটি প্রশ্নের জবাব দিতে পারলে বুঝিয়ে দেওয়া হয় উপহার। আর উপহার ও থাকছে মহামূল্যবান কুরআন ও ইফতার।”
গতবারের চাপের বিষয় টি চিন্তা করে এবার তারা দুটি বুথ এর ব্যবস্থা করেন। এবং দুই বুথে দুইজন হাফেজ দায়িত্বে রাখা হয়। উক্ত আয়োজনটি উদ্বোধন করেন সাভার মডেল মসজিদের ইমাম।
সংগঠনের সভাপতি সানি রহমান সাব্বির আমাদের জানান, কুরআন মাজিদের একটি আয়াত পাঠ করলে যেমন দশ নেকি তেমনই বুঝে পড়াটা উত্তম। তাই মুসলিম উম্মাদের মাঝে কুরআনের জ্ঞান পৌঁছে দেওয়া। জেনে বুঝে কুরআন পড়ায় উৎসাহ দেওয়াই ‘সংঘ’ এর প্রধান লক্ষণ।
সংঘের আরেক সদস্য মোহাম্মদ সজিব হোসেন বলেন, কুরআন শরীফের একটি আয়াত যে ব্যাক্তি একটি বার বাংলা অনুবাদ পড়বে এবং হৃদয় দিয়ে অনুভব করবে তার দ্বারা পাপ করার ভয় সবচেয়ে বেশি। তাই কুরআন মজিদ পড়ার সাথে সাথে অনুধাবন করাটাও জরুরী৷
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য রিয়াজুল ইসলাম ইমরুল, আবু হানিফ রিপন, হৃদয় খান, শফিকুল আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন আবানিল ফাউন্ডেশন এর সভাপতি, স্বপ্ন ছুঁই ফাউন্ডেশন এর সভাপতিসহ সাভারে বেশ কয়েকটি সংগঠন এর সভাপতি ও সদস্যবৃন্দ৷
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.