|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নওগায় ২০ কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের শিবের গৌরী পাঠাতন উদ্যান: DBO-NEWS
প্রকাশের তারিখঃ ১৫ এপ্রিল, ২০২৩
নওগাঁয় প্রায় ২০ কোটি টাকা মূল্যের শিবলিঙ্গ রাখার একটি পাঠাতন কষ্টি পাথরের উদ্ধার করেছে রানীনগর থানা পুলিশ। শুক্রবার ১৪ এপ্রিল দুপুর ১টারদিকে রানীনগর উপজেলার ভান্ডারগ্রাম রামজীবনপুর গ্রাম থেকে এই পাঠাতন উদ্ধার করেন পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভান্ডার গ্রাম রামজীবনপুর গ্রামের গিয়াস উদ্দীনের ছেলে শাহিন আলম বাড়ী নির্মানের জন্য ভিত খনন করছিলেন। এ সময় মাটির নিচ থেকে একটি ধুসর রঙ্গের পাথরের তৈরি গোলাকৃতি পাঠাতন দেখতে পায়।
ঘটনাটি থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে শুক্রবার ই পাঠাতনটি উদ্ধার পূর্বক থানা হেফাজতে নেয়।
সত্যতা নিশ্চিত করে নওগাঁর রাণীনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, প্রায় ৬৪ কেজি ওজনের ঐ পাঠাতনের মূল্য প্রায় ২০ কোটি টাকা হতে পারে।
এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পাঠাতনটি প্রত্নতত্ত্ব অধিদফতরে হস্তান্তর করা হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.