|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ফরিদপুরে গোল্ডেন লাইন পরিবহনে বিপুল পরিমাণ মাদকসহ আটক ১ : DBO-NEWS
প্রকাশের তারিখঃ ১৪ এপ্রিল, ২০২৩
ফরিদপুর ভাংগাগামী মহাসড়ক গেরদা ইউনিয়ন বাখুন্ডা রেল ক্রসিং জায়গা থেকে গোল্ডেন লাইন পরিবহন থেকে ৫০৩৫ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
র্যাব-৮ বরিশাল এর অধীন ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল (১৪এপ্রিল)২৩ইং তারিখ শুক্রবার র্যাব গোয়েন্দা বিভাগের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের মধ্যে মোঃ আলামিন প্রমানিক (৩০) মাদকের চালন বহন করে নিয়ে আসছে।
উক্ত তথ্যের ভিত্তিতে ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে শাইখ আকতার এবং সিনিয়র এএসপি মোঃ নাজমুল হকের নেতৃত্বে দুপুর ৩টায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
র্যাব-৮ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, মাদক ব্যবসায়ী মোঃ আলামিন প্রামানিক(৩০), পিতা- মোঃ বাবর আলী প্রামানিক, সাং-কলেজ পাড়া, থানা-সদর, জেলা- রাজবাড়ী, উক্ত আসামির কাছ থেকে ৫১৩৫ পিস ইয়াবা,২টি মোবাইল, ৩ টি সিম এবং মাদক বিক্রিত ৭০০ টাকা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় একটি মাদক মামলা হয়
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.