|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ফরিদপুরের নানান আয়োজনের মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপন: DBO-NEWS
প্রকাশের তারিখঃ ১৪ এপ্রিল, ২০২৩
পুরনো বছরের সকলগ্লানি মুছে নতুন বছরে সবার জীবনে যেন মঙ্গল বয়ে আসে এই অভিমত প্রেরণ করার মাধ্যমে ফরিদপুরে নানান আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। আজ ১লা বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ, শুক্রবার (১৪ এপ্রিল) নানান কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হলো বছরের প্রথম দিনটি। এ উপলক্ষে সকালে ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার আয়োজনে স্বাধীনতা চত্বরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরবর্তীতে এক মঙ্গল শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয় হতে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিশু একাডেমিতে এসে শেষ হয়।
এসময় ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩০ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ শাহজাহান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইসতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাভ বোস,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা ,সদর উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী সহ প্রমূখ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.