|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কুলাউড়া সমিতি ইউএইর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৪ এপ্রিল, ২০২৩
অসহায় মানুষের পাশে থেকে মানব কল্যাণে কাজ করে যাচ্ছে কুলাউড়া সমিতি। এবারও রমজান মাসে সতের জন অসুস্থ রোগীকে চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি অসহায় ও দুস্থ মানুষকে আর্থিক অনুদান দিয়ে আর্তমানবতার সেবায় পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। সম্প্রতি আমিরাতের শারজাহ সমিতির হল রুমে এ ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে এ সংগঠনকে আরো এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, পরস্পরের বন্ধন আরো জোরধার করে সমাজ ব্যবস্থাকে কাজে লাগিয়ে দেশের সম্মান বৃদ্ধিতে সবাইকে সচেতন হতে হবে। এ সময় তারা সব ধরণের কল্যাণে অসহায় হতদরিদ্র মানুষের পাশে থেকে কাজ করারও অঙ্গিকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সমিতির সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক রিপন মজুমদার এবং সহ-সভাপতি ইসমত আলীর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমিতি শারজাহ’র সভাপতি এম এ বাশার। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহ-সভাপতি ইসমাইল গনি, কুলাউড়া সমিতির প্রধান উপদেষ্টা আব্দুল মতিন, সমিতির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম লিটন, হাজী শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কুদ্দুস খান, আবুল কালাম, জাহাঙ্গীর আলম সিআইপিসহ সমিতির নেতৃবৃন্দ।
পবিত্র রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন কারী আবু রুকিয়ান। পরে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.