|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বকশীগঞ্জে সাংবাদিক নাদিমের ওপর হামলার ঘটনায় উপজেলা প্রেস ক্লাবের নিন্দা জ্ঞাপন
প্রকাশের তারিখঃ ১৩ এপ্রিল, ২০২৩
জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন উপজেলা প্রেস ক্লাবের সদস্যরা।
গোলাম রাব্বানী নাদিম ৭১ টেলিভিশনের বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত এবং বকশীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সদস্য।
তার ওপর হামলার ঘটনায় উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ , সিনিয়র সহসভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর , সহসভাপতি আ: রাজ্জাক মাহমুদ , সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, যুগ্ন সাধারণ সম্পাদক এসএম আশরাফুল আজম, কোষাধ্যক্ষ রকিবুল হাসান বিদ্রোহী, দপ্তর সম্পাদক আফজাল শরীফ, সদস্য শাহজাহান পারভেজ শাহীন , সদস্য মনিরুজ্জামান লিমন, সদস্য শামীম তালুকদার, মেহেদী হাসান ও রাসেল রানা।
উপজেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সাংবাদিক নাদিমের ওপর হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।
এর আগে মঙ্গলবার (১১ এপ্রিল) রাত সাড়ে ১০ টায় বকশীগঞ্জ শহরের মধ্য বাজার এলাকায় পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে স্থানীয় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায় এবং তাকে মারধর করেন। এঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.