|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
দুবাই শ্রমিক দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৩ এপ্রিল, ২০২৩
গতকাল ১২ এপ্রিল বুধবার দুবাই শ্রমিক দলের উদ্যোগে মহান স্বাধীনতা দিবসের আলোচনা ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও আরোগ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আমিরাতের দেরা দুবাইয়ের একটি হোটেলে শ্রমিক দলের আয়োজনে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় শ্রমিক দলের দুবাইয়ের সভাপতি মোহম্মদ তরিকুল ইসলামের সভাপতিত্বে দলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন (পেয়ারু) ও সহ-সভাপতি মোশাররফ হোসেন রাজুর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএই শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি সরোয়ার আলম ভট্টো, প্রধান বক্তা দুবাই বিএনপির সদস্য সচিব মজিবুল হক মঞ্জু, বিশেষ অতিথি ছিলেন ইউএই শ্রমিক দলের সাধারণ সম্পাদক এস এম এরশাদ আলম, ইউএই শ্রমিক দলের কার্যকরী সভাপতি শহিদুল্লাহ রাব্বি শিমুল, ইউএই বিএনপির সদস্য নীল রতন দাশ। সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নুরুল আমিন, আবুল কাশেম, আমজাদ হোসেন, মোহাম্মদ হেপাজ, হুমায়ুন কবির সুমন, ফয়সাল আজম, নুর উদ্দিন বাবলু, আব্বাস উদ্দিন, ওমর ফারুক, শাহ আলম, হাজী জাফর, নজরুল ইসলাম, সাইদুল, ইউছুফ, মাহবুব, আনোয়ার হোসেনসহ বিএনপির অঙ্গ-সংগঠনের নেতা-কর্মী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং তিনবারের সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্তে মুক্তি ও আরোগ্য কামনায় দেশবাসীর কাছে বিশেষ দোয়ার আহ্বান করেন। বক্তারা আরো বলেন, চলমান সরকারের সাহস থাকলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ২০২৪ সালের নির্বাচন দিন। সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতাসীন দলকে দাঁতভাঙা জবাব দেবো ইনশাআল্লাহ।
শ্রমিক দলের আয়োজনে "মে দিবসে"র বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে বলেন, সংযুক্ত আরব আমিরাতে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাধ্যমে শৈরাচারী সরকারকে ক্ষমতাচ্যুত করা হবে। এ সময় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দুবাই শ্রমিক দলের নেতারা।
সভা শেষে প্রায়ত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.