|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বাংলাদেশ সমিতি শারজাহ ইফতার মাহফিল অনুষ্ঠিত: DBO-NEWS
প্রকাশের তারিখঃ ১২ এপ্রিল, ২০২৩
সংযুক্ত আরব আমিরাতে উত্তর আমিরাত বাংলাদেশ কন্সূলেট প্রবাসীদের কাছে সেবা পৌঁছে দিতে চালু করেছে দুয়ারে কন্সূলেট কার্যক্রম।
কর্মসূচি চালু হওয়ার পর দুবাইয়ের বাংলাদেশ মিশন সারা বিশ্বের মধ্যে সেবা প্রদানে শ্রেষ্ঠ মিশন হিসেবেও পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক পুরষ্কৃত হয়েছে।
তবে রমজান মাসে প্রবাসীদের সাথে নিয়ে ইফতারির আয়োজন করেছে দুবাই বাংলাদেশ কন্সূলেট।
দুবাই ও উত্তর আমিরাতের ছয়টি প্রদেশে দুয়ারে কন্সূলেট সেবা আয়োজন করা হয়েছে এবং প্রবাসীদের পাশে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন দুবাই বাংলাদেশ কন্সূলেট কন্সাল জেনারেল বিএম জামাল হোসেন।
দুবাই কন্সুলেট ও বাংলাদেশ সমিতি শারজাহ যৌথ উদ্যোগে সমিতির সভাপতি আবুল বাশার সভাপতিত্বে ও কনস্যুলেটের প্রথম সচিব(শ্রম) ফকির মনোয়ারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ কনস্যুলেট দুবাই এর কনসাল জেনারেল বি এম জামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের প্রধান মোজাফফর হোসেন, দ্বিতীয় সচিব(পাসপোর্ট ও ভিসা)কাজী ফয়সাল,দ্বিতীয় সচিব বদরুল আহমেদ।এছাড়া উপস্থিত ছিলেন আমিরাত বাংলাদেশ কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দ, কনস্যুলেটের কর্মকর্তা কর্মচারী,গণমাধ্যমকর্মী, সাধারন শ্রমিক ও সাধারণ প্রবাসীরা। করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.