|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
রাজারহাটে চাকির পাশা বিলের উপর দৃষ্টিনন্দন ভাসমান স্মৃতিসৌধ
প্রকাশের তারিখঃ ১১ এপ্রিল, ২০২৩
কুড়িগ্রামের রাজারহাটে নতুন প্রজন্মকে উজ্জীবিত করার জন্য ঐতিহ্যবাহী চাকির পশার বিলে মাঝে লাল সবুজের রঙে রাঙিয়ে তোলা হয়েছে ভিন্ন অবস্থায় ভাসমান এক দৃষ্টিনন্দন স্মৃতিসৌধ।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যানের উদ্যোগে বর্ণিত আলোকসজ্জায় সজ্জিত চাকির পশার বিলের স্মৃতিসৌধ আলাদা এবং ভাসমান।
স্মৃতিসৌধ তৈরি করা হয় গত ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসের রাতে।
বিলের মাঝে এ ব্যতিক্রমধর্মী স্মৃতিসৌধটির দেখা যায়। এরপর থেকে দিন যতই যাচ্ছে।
প্রতিদিন সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত ব্যতিক্রম ধর্মী এই স্মৃতিসৌধের সৌন্দর্য উপভোগ করতে চাকির পশার বিলের পারে দেখামেলে নানান পেশাজীবী মানুষের।
এই ভাসমান স্মৃতিসৌধের বানানোর উদ্যোক্তা রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বর্তমান রাজাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়াদী বাপ্পি র নিজস্ব অর্থায়নে চাকরির পশার বিলের মাঝে এই ভাসমান স্মৃতিসৌধ তৈরি করেছেন।
লম্বা ২১ ফিট সবকিছু ঠিক থাকলেও স্মৃতিসৌধটি বিভিন্ন পেশার মানুষের দেখার জন্য ঈদুল ফিতর পর্যন্ত বিলের মাঝে রাখা হবে । স্মৃতিসৌধ টিকে দেখতে আসা রাজারহাট মডেল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হামিদুল ইসলাম বলেন বিলের মাঝে স্মৃতিসৌধ এটি আবার লাল সবুজের রঙে রাঙিয়ে তোলা হয়েছে আমি সত্যি আনন্দিত এটা অসাধারণ
ভাসমান স্মৃতিসৌধ সম্পর্কে উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়ের কাছে জানতে চাইলে
তিনি বলেন নতুন প্রজন্মকে উজ্জীবিত ও মহান স্বাধীনতার দিগ তুলে ধরার জন্যই মূলত নির্মাণ করা হয়েছে এতেই স্কুল-কলেজের শিক্ষার্থীরা এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারে ।
তবে ভাসম্মান অস্থায়ী স্মৃতিসৌধটি চাকির পশার বিলেস্থায়ীভাবে নির্মাণের জোর দাবি রাজাহাট উপজেলা বাসির
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.