|| ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
বাঘায় মেধাবীশিক্ষার্থীদের বৃত্তি প্রধান: উদ্দীপন এনজিওর: DBO-NEWS
প্রকাশের তারিখঃ ১০ এপ্রিল, ২০২৩
রাজশাহীর বাঘায় এসএসসি ও এইচএসসি তে জিপিএ -৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে "শিক্ষা বৃত্তি"র চেক বিতরণ করেছে উদ্দীপন এনজিও।
রোববার (৯ এপ্রিল) বিকেলে উদ্দীপন পুঠিয়া অঞ্চল, পুঠিয়া রাজশাহীর আয়োজনে বাঘা শাখার কার্যালয়ে উদ্দীপন রাজশাহী অঞ্চল শিক্ষা বৃত্তি কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে এ বৃত্তির চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে বাঘা শাখা ব্যবস্থাপক মো: আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ আবুল কালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৭ জন জিপিএ -৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার টাকা করে মোট ৩৫ হাজার টাকার নগদ চেক তুলে দেন।
অনুষ্ঠানে সাব ইন্সপেক্টর প্রজ্ঞাময় মন্ডল, শিক্ষক, স্থানীয় গণমাধ্যম কর্মী, ছাত্র-ছাত্রীর অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। এসময় জিপিএ -৫ প্রাপ্তির পিছনে কার অবদান কেমন ছিল প্রত্যেক শিক্ষার্থী ও উপস্থিত অভিভাবকেরা প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.