|| ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রতিদিনের চট্টগ্রামের কার্যালয় উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১০ এপ্রিল, ২০২৩
চট্টগ্রাম প্রতিবেদক: ডিজিটাল নিউজ পোর্টাল প্রতিদিনের চট্টগ্রাম নতুন কার্যালয় উদ্বোধন, প্রতিনিধিদের প্রেস কার্ড প্রদান ও পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল গত ৮ এপ্রিল শনিবার বিকেলে নগরীর কদম মোবারক মার্কেটের রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়।
প্রতিদিনের চট্টগ্রামের নির্বাহী সম্পাদক সুজন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য সাবরিনা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আনন্দ টিভির বিভাগীয় প্রধান মোহাম্মদ রিদোয়ান, সামাজিক সংগঠন মায়াফুলের সভাপতি বশির আহমেদ। সভাপতিত্ব করেন প্রতিদিনের চট্টগ্রামের সহ-সম্পাদক এম মতিন। আরও উপস্থিত ছিলেন দৈনিক ইনফো বাংলা সহ-সম্পাদক যীশু সেন,প্রতিদিনের সহ-সম্পাদক মুজিবুল্লাহ আহাদ, সিটি রিপোর্টার মুহাম্মদ নজরুল ইসলাম উজ্জ্বল, স্বপন দাশ, মহিউদ্দিন তুষার, ইতিহাস ৭১ নির্বাহী সম্পাদক রতন বড়ুয়া, দেশ বাংলা চট্টগ্রাম মহানগর প্রতিনিধি ইসমাইল চৌধুরী, ভোরের চেতনা চট্টগ্রাম মহানগর প্রতিনিধি ইসমাইল হোসেন, ফোটো জার্নালিস্ট সিয়াম রায়হান'সহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, যুব সমাজকে মাদকের কুফল সম্পর্কে জানাতে সব বড় ভুমিকা রাখতে পারে সংবাদ মাধ্যম।মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের ডিজিটাল বাংলাদেশের অংশ আপনারও এবং ডিজিটাল বাংলাদেশের তাৎপর্য বহন করেন। ডিজিটাল বাংলাদের একটি দৃষ্টান্ত হচ্ছে ডিজিটাল গণমাধ্যম। বিশেষ অতিথির বক্তব্যে আনন্দ টিভি চট্টগ্রাম বিভাগীয় প্রধান মোহাম্মদ রিদোয়ান বলেন, অতীতের সাংবাদিকতার সাথে আজকের সাংবাদিকতার বিশাল ফারাক এক শ্রেণির মানুষ এই পেশার অপব্যবহার করে। বিশেষ অতিথির বক্তব্যে বশির আহমেদ বলেন, হুমকি ধমকির উর্ধ্বে গিয়ে সত্য তুলে ধরতে হবে, সমাজের নানা অনিয়মের চিত্র তুলে ধরতে হবে।এ সময় অতিথিরা প্রতিদিনের চট্টগ্রামের উত্তরোত্তর সাফল্য কামনা করে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার আহবান জানান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.