|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলা,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
প্রকাশের তারিখঃ ৯ এপ্রিল, ২০২৩
মতলব দক্ষিণ বাজার,মতলব দক্ষিণ উপজেলা, চাঁদপুর
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় এবং জেলা প্রশাসক,চাঁদপুর মহোদয়ের নির্দেশনা মোতাবেক ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান।
ইফতার আইটেম,মুদি দোকান,মুরগির দোকান,কলার দোকান, জুতার দোকান, পোশাকের দোকান,ফলের দোকান এবং কসমেটিকস এর দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে।
অপরিষ্কার অপরিচ্ছন্ন অস্বাস্থ্যকর উপায়ে খাবার /ইফতার তৈরিও বিক্রি,মূল্য তালিকা না থাকা,পণ্যের গায়ে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য না থাকা ইত্যাদি ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত অপরাধে ৬ টি প্রতিষ্ঠানকে ২১,০০০/- জরিমানা করা হয়েছে এবং ব্যবসায়ীদের আইনগত সতর্ক করা হয়েছে। দণ্ডিত প্রতিষ্ঠানসমূহ-
১. আদি গান্ধী ঘোষ- ৫,০০০/-
২. মিলন ঘোষ- ৫,০০০/-
৩. রফিক কসমেটিকস ৩০০০/-
৪. রফিক স্টোর-২,০০০/-
৫. গান্ধী ঘোষ- ৫,০০০/-
৬. আরিফ ব্রয়লার- ১০০০/-
অভিয়ান পরিচালনায় সহযোগিতা করেন মতলব দক্ষিণ থানা পুলিশের একটি চৌকশ টিম।
ভোক্তার স্বার্থ রক্ষায় এমন অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.