|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বাউফলে বাংলাদেশ স্কাউট্স দিবস পালিত
প্রকাশের তারিখঃ ৮ এপ্রিল, ২০২৩
পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় স্কাউটিং করবো, স্মার্ট বাংলাদেশ গড়বো এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ স্কাউটস দিবস পালিত হয়েছে।
০৮.০৪.২৩ইং তারিখ রোজ শনিবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উদযাপন উপলক্ষে পতাকা উত্তোলন, র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কমিশনার, বাংলাদেশ স্কাউটস, বাউফল উপজেলা এস.এম রেজাউল করিম। সাধারণ সম্পাদক, বাংলাদেশ স্কাউটস, বাউফল উপজেলা মোঃ মাহাবুবুল আলম।কাবলিডার, বাংলাদেশ স্কাউটস, বাউফল উপজেলা মুকুল রানী পাল। কোষাধ্যক্ষ, বাংলাদেশ স্কাউটস, বাউফল উপজেলা মোঃ মোশারেফ হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ স্কাউটস, বাউফল উপজেলা আবুল বশার।
বক্তারা বলেন, স্কাউটিং শিক্ষা কার্যক্রমের অবিচ্ছেদ্য অংশ। তথ্যপ্রযুক্তির সম্প্রসারণ, প্রধানমন্ত্রীর রূপকল্প–২০৩০ ও ২০৪১ অর্জন স্কাউট সদস্যরা বলিষ্ঠ দায়িত্ব পালন করছে। স্কাউটরা হাতে-কলমে শেখে। দুর্যােগ–দুর্বিপাকে এগিয়ে যাবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.