|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ফরিদপুর হামীম গ্রুপের সৌজন্যে প্রধানমন্ত্রীর ঈদ সামগ্রী বিতরণ
প্রকাশের তারিখঃ ৮ এপ্রিল, ২০২৩
ফরিদপুরে পবিত্র ঈদুল- ফিতর কে সামনে রেখে হামীম গ্রুপের সৌজন্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরনের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
আজ (৮এপ্রিল) ২৩ তারিখ শনিবার দুপুরে সদর উপজেলা মাচ্চচর ইউনিয়ন কার্যলয়ে ইউপি চেয়ারম্যান জাহিদ মুন্সীর সভাপতিত্বে হ-হামীম গ্রুপের এর কর্নধার ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এ কে আজাদ ৭ হাজার পরিবারের মাঝে এই ঈদ উপহার বিতরন করেন।
উক্ত উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বিপুল ঘোষ,বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সহ-সভাপতি মাইনুদ্দিন আহমেদ মানু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য মোহাম্মদ খায়ের মিয়া ,পৌরসভার সাবেক মেয়র শেখ মাহতাব আলী মেথু,,পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু, শহর আওয়ামী লীগের সদস্য সচিব মনিরুজ্জামান মনির, কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ দাস লক্ষণ, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহ সুলতান রাহাত খান, জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুর রশিদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক ফাহিম আহমেদসহ অন্যান্য নেতাকর্মী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সদর উপজেলা ১২টি ইউনিয়নে এই ঈদ উপহার সামগ্রী বিতরন করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পবিত্র মাহে রমযান মাসে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এ কে আজাদ আজ অসহায় মানুষের মাঝে ঈদ উপহার নিয়ে এসেছেন।
শুধু তাই নয় এই দানবীর এ কে আজাদ ফরিদপুর বাসীর সুখে দুঃখে যেন সর্বদা, সব সময় পাশে থেকে কাজ করে যেতে পারে সেই দোয়া কামনা করেন নেতা বৃন্দরা।
পাশাপাশি ফরিদপুরে আসনে সামনের জাতীয় নির্বাচনে গিরে এ কে আজাদকে এমপি হিসেবে দেখতে চাই বলে আশা ব্যক্ত করেন। আগামী জাতীয় নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ফরিদপুরে যাকে মনোনয়ন দিবেন আমরা নেতাকর্মী তার পক্ষ হয়েই কাজ করে যাবো। আমরা চাই সবাই ঐক্যবদ্ধ হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে, উন্নয়নের ধারা অব্যাহত রাখবো।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.