|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ডেমরায় মেয়র হানিফ ফাউন্ডেশনের পক্ষে ২ শতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ: DBO-NEWS
প্রকাশের তারিখঃ ৮ এপ্রিল, ২০২৩
প্রতিটি পরিবারকে ৩০ কেজি করে ১ মাসের খাদ্য সামগ্রী
রাজধানীর ডেমরায় মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন উদ্যােগে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
৭ ই এপ্রিল (শুক্রবার )বাদ জুমা ডেমরার ৬৬ নং ওয়ার্ডের বামৈল আইডিয়াল স্কুলে সমাজের নিম্ন আয় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
প্রতিটি পরিবারকে ৩০ কেজি করে এক মাসের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এর মধ্যে রয়েছে মিনিকেট চাল ১০ কেজি, পোলাওয়ের চাল ২ কেজি, সয়াবিন তেল ২ লিটার, সরিষার তেল ২৫০ গ্রাম, পেঁয়াজ ২ কেজি, আলু ৫ কেজি, ঘি ১০০ গ্রাম, সেমাই ২০০ গ্রাম, ছোলা ১ কেজি, খেজুর ২৫০ গ্রাম, চিনি ১ কেজি, লবন ১ কেজি, লাক্স সাবান ১টি, দুধ ২০০ গ্রাম, মসুরের ডাল ২ কেজি।
খাদ্য সামগ্রী বিতরণের উপস্থিত ছিলেন,মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের কেন্দ্রীয় সমন্বয়কারী মোঃ সাদেক মিঠু, সদস্য সচিব হাবিবুল ইসলাম সুমন,কেন্দ্রীয় সমন্বয়কারী শেখ ফয়সাল,
৪০ নং ওয়ার্ডের সমন্বয়কারী মোহাম্মদ চুন্নু প্রমুখ।অনুষ্ঠানে সভাপতিত্বে করেন,৬৬ নং ওয়ার্ডের সমন্বয়কারী সফিকুল ইসলাম লিটন,সঞ্চালনায় ছিলেন,কেন্দ্রীয় সমন্বয়কারী মোঃ সোহেল।
মেয়র হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের সমন্বয়কারী সাদেক মিঠু বলেন, দরিদ্র পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। গত এক বছরে প্রায় ২০ হাজার মানুষকে চোখের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এর মধ্যে ৫০০ জন রোগীর সম্পূর্ণ বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয়েছে।রমজানে ৩০ টি ওয়ার্ডে প্রায় ৬ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হবে বলে জানান তিনি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.