|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ভৈরব থেকে বিপুল পরিমাণ গাঁজা, ফেন্সিডিল ও বিদেশী মদ সহ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশের তারিখঃ ৭ এপ্রিল, ২০২৩
কিশোরগঞ্জের ভৈরব থেকে ২৫৪ কেজি গাঁজা, ২৭৬ বোতল ফেন্সিডিল এবং ৩৫ বোতল বিদেশী মদ’সহ আমির হামজা বাঘা বাবু (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প।
শুক্রবার (৭ এপ্রিল) ভোর ৪ টার দিকে ভৈরব থানাধীন চন্ডিবের দক্ষিন পাড়া ১০ নং ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারি আমির হামজা বাঘা বাবুকে আটক করা হয়।
জানা যায়, র্যাব-১৪ এর কমান্ডিং অফিসার (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম এর সার্বিক তত্ত্বাবধায়ন ও দিক নির্দেশনায় র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী এর নেতৃত্বে ০৭ এপ্রিল (বৃহস্পতিবার দিবাগত রাত) রাত ২.৩০ ঘটিকা হতে ভোর ৪ ঘটিকা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন চন্ডিবের দক্ষিন পাড়া (১০ নং ওয়ার্ড) এলাকার আব্দুল মন্নাফ সরকার (৬০) (আসামীর পিতা) এর বসত বাড়ির উত্তর পার্শ্বের দক্ষিন মুখী টিনের দোচালা ঘরের মধ্যবর্তী রুমে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আমির হামজা বাঘা বাবুকে আটক করেন।
এসময় আটক কৃত আসামীর দখল থেকে ২৫৪ কেজি গাঁজা, ২৭৬ বোতল ফেন্সিডিল এবং ৩৫ বোতল বিদেশী মদ উদ্ধার করে জব্দ করা হয়। এক প্রেস ব্রিফিংয়ে এর মাধ্যমে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন র্যাব।
আসামী আমির হামজা বাঘা বাবু দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ফেন্সিডিল ও মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে উক্ত রুমে সংরক্ষণ করে তার সহযোগীদের মাধ্যমে ঢাকা’সহ দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামী আমির হামজা বাঘা বাবু এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.