|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বঙ্গবাজারের ঈদের আগেই অস্থায়ীভাবে বসার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী : শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান
প্রকাশের তারিখঃ ৭ এপ্রিল, ২০২৩
বঙ্গবাজারের ব্যবসায়ীদের ঈদের আগে অস্থায়ীভাবে বসার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
তিনি জানান, যেন পরশু দিন থেকেই খোলা যায় সে অনুযায়ী ধ্বংসস্তূপ পরিস্কারের কাজ করা হবে।
আজ বৃহস্পতিবার সকালে বঙ্গবাজারে ধ্বংসস্তূপ পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার পর এ কথা জানান তিনি।
সালমান এফ রহমান বলেন,পুড়ে যাওয়া মার্কেটের জায়গায় বহুতল মার্কেট নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। তবে সেক্ষেত্রে হাইকোর্টে ব্যবসায়ীদের দায়ের করা রিট প্রত্যাহার করতে হবে। তারপর নতুন নকশা করে বহুতল মার্কেট নির্মাণ হবে। মূল নকশা করাই আছে,প্রয়োজনে সেটা আপডেট করা হবে।’
সালমান এফ রহমান বলেন,ভয়াবহ এই দুর্ঘটনায় ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়েছে। তালিকা করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করা হবে।
প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন,ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় ২৫ লাখ টাকা দিচ্ছে কুমিল্লার ব্যবসায়ীরা। ক্ষতি অনুযায়ী এই অর্থ দেয়া হবে।’
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তার তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তার কথা বলেছেন। সেই লক্ষ্যে ৩-৪ দিনের মধ্যে তালিকা প্রস্তুত করা হবে। এছাড়া একটি অ্যাকাউন্ট খোলা হয়েছে, যে কেউ চাইলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সেখানে সহায়তা করতে পারবেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.